সম্পর্কে সঙ্গমে নতুনত্ব খুবই দরকার। সেক্সের সময় কী করা উচিত কী নয়, তা নিয়ে প্রায় সকলেই সতর্ক থাকেন। কিন্তু সঙ্গমের পর কী করা উচিত তা নিয়ে অনেকেরই কমই জ্ঞান আছে। ছোটখাটো ভুলও, সব আনন্দ মাটি করে দিতে পারে। তাই সঙ্গমের পর অবশ্যই এইগুলি মেনে চলুন।
এমন অনেকেই আছেন যারা সেক্সের পর মূত্রত্যাগ করতে গেলে পার্টনার যদি খারাপ ভাবে, এই ভেবে আর যান না। এমন কাজ করবেন না। সঙ্গমের সময় শরীরে অনেক সময় অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়া ও জীবাণু ঢুকে পড়ে। সঙ্গমের পর মূত্রত্যাগ করলে শরীরে তা অনায়াসে প্রবেশ করতে পারে না। এতে স্বাস্থ্য বা হাইজিনের দিকটাও সুরক্ষিত থাকে। তাই সঙ্গমের পর মূত্রত্যাগ অবশ্যই করবেন।
অনেক মহিলাই সেক্সের পর সাবান দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করেন। এটি কখনওই করা উচিত নয়। বিশেষত, শরীর সুস্থ রাখতে এই বিষয়টি এড়িয়ে চলুন। যোনিতে স্বাভাবিক আর্দ্রতা এতে নষ্ট হয়ে যায়। একান্তই যদি যোনি ধোওয়ার প্রয়োজন হয়, শুধু জলই ব্যবহার করুন।
সেক্সের পর একটি জিনিস খুবই উপকারী। সেক্স শেষে স্নান করা শরীরের জন্য খুবই হাইজেনিক। তবে গরম জলে একদম নয়। গরম জল যোনির ক্ষতি করতে পারে।
অনেকে আবার সেক্সের পর ওয়েট টিস্যু দিয়ে যোনি মুছে নেন। কিন্তু, এটি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। ওয়েট টিস্যুতে থাকে কেমিক্যাল। যা গোপনাঙ্গে ক্ষতি করতে পারে। যে কারণে, চুলকানি ও ব়্যাস দেখা দিতে পারে।
এরপর আসে, একটি প্রধান ভুল। যা অনেকেই করে থাকেন। সেক্সের পর চটজলদি পোশাক পরে যে যার মতো শুয়ে পড়েন। এটি একেবারেই স্বাস্থ্যকর নয়। সেক্সের পর নগ্ন হয়ে ঘুমানোটাই উচিত। কারণ, সেক্সের সময় নির্গত ঘাম জামায় লাগলে তা থেকে ত্বকের সমস্যা হতে পারে। এছাড়াও, সেক্সের পর শরীর গরম থাকে, জামা পরলে আরোই অস্বস্তি দেখা দেয়। তাই, বিশেষজ্ঞরাও পরামর্শ দেন, নগ্ন হয়ে ঘুমানোর। একান্তই প্রয়োজন পড়লে ঢিলে ঢালা পোশাক পড়ুন।