শীত পড়তেই উড়ান্ত পর্যটকদের ভিড়। কেউ এসেছে শ্রীলঙ্কা, কেউ মায়ানমার, আবার কেউ এসেছে বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে।
সকলেই এখন অতিথি মালদার আদিনা ফরেস্ট-এর। এখন পরিযায়ী পাখিদের ভিড়। গাছে গাছে অসংখ্য পরিযায়ী পাখি দেখা যাচ্ছে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরই জুন-জুলাই মাসে পাখিরা আদিনার ফরেস্ট্রি আসে। পাঁচ থেকে ছয় মাস থেকে তারা চলে যায়।
আদিনাই এসে তারা বংশবিস্তার করে। গত মাসে আদিনা ফরেস্ট পাখি সুমারি করে বনদপ্তর। দেখা যাচ্ছে এবারে ঝাকে ঝাকে এসেছে পরিযায়ী পাখি।
আদিনাই পাখি শুমারিতে পরিযায়ী পাখির সংখ্যা ২৩ হাজার ১৭৫। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এ বছর মে মাসে আদিনাই আসে প্রথমে দুটি পাখি। তারপর ঝাঁকে ঝাঁকে পাখিরা আসে।
আদিনা ফরেস্ট এখন পাখিদের কিচিরমিচির। জুন থেকে নভেম্বর পর্যন্ত তাদের এখানেই বাস ও বংশবিস্তার। ছোট পাখিদের উড়তে শেখা।
ডিসেম্বরের শেষে তাদের এখান থেকে অন্য স্থানে চলে যাওয়া। প্রায় ৭ হেক্টর জমি নিয়ে আদিনা ফরেস্ট , এক হাজারেরও বেশি গাছ রয়েছে সেখানে। পাশাপাশি ফরেষ্টে রয়েছে হরিন,ময়ুর সহ একাধীক জীবজন্তু। আর যা দেখার জন্য ভির শুর করেছেন পর্যটকরা।
বনদপ্তরের মালদা বিভাগীয় আধিকারিক বি সিদ্ধার্থ জানান, সমস্ত পাখিগুলির রক্ষা করার জন্য আমাদের বনদপ্তর এর কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন।
এ বছরও পাখির সংখ্যা ২৩ হাজার ১৭৫ টি। ডিসেম্বরের জাঁকিয়ে শীত পড়ার আগেই ভিন দেশে পাড়ি দেয় এই পরিযায়ী পাখিদের। তখন কার্যত ফাঁকা এই আদিনা। তাই এই ক'মাসে যতটা পারা যায়,পর্যটক আকর্ষণ করে নিতে চান তাঁরা।