Advertisement

লাইফস্টাইল

Relationship Tips: পুরুষের এই ৫ ভুলে ব্রেকআপ করেন মহিলারা, শুরুতেই শেষ সম্পর্ক

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2025,
  • Updated 4:42 PM IST
  • 1/9

সম্পর্কে থাকা এক জিনিস। আর সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াটা এক বিষয়। তাই তো অনেক পুরুষই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারেন না। তাদের ব্রেকআপ হয়ে যায়।

  • 2/9

এখন প্রশ্ন হল, কেন কিছু পুরুষের ব্রেকআপ হয়ে যায়? উত্তরে সম্পর্ক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুরুষের কিছু ভুলেই রিলেশনশিপে দূরত্ব তৈরি হতে পারে। মহিলারা সেই কারণেই সম্পর্ক থেকে বেরিয়ে যান।

  • 3/9

তাই সাবধান হন। ব্রেকআপের কারণ সম্পর্কে জেনে নিন। তারপর নিজের সেই ভুলগুলি শুধরে নিন। তাহলেই খেলা ঘুরে যাবে। অনায়াসে রিলেশনশিপকে আগলে রাখতে পারবেন।

  • 4/9

অনেকেই খুব বেশি কথা বলেন। আর এই বিষয়টা মহিলারা বেশি পছন্দ করেন না। তাই তারা অনেক ক্ষেত্রেই ব্রেকআপ করে নেন। এই কারণে একটু কম কথা বলার চেষ্টা করুন।

  • 5/9

ব্রেকআপের অন্যতম কারণ হল মহিলাদের সম্মান না করা। এই ভুলটা কিছু মানুষ করেন বলেই তাদের সঙ্গে সম্পর্কে থাকেন না প্রেমিকারা।

  • 6/9

নিয়মিত মদ্যপানও অনেক মহিলা অপছন্দ করেন। প্রথমে বুঝিয়ে বলেন। তারপর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেন। তাই আজই শুধরে যান।

  • 7/9

আপনি কি কথায় কথায় ঝামেলা করেন? তাহলে সাবধান হতে হবে। কারণ, এই ভুলের জন্যও মহিলারা ব্রেকআপ করে নিতে পারেন।

  • 8/9

সন্দেহ করার অভ্যাসও সম্পর্ককে খাদের কিনারে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। তাই এই ভুল আর করা যাবে না। সন্দেহ করার অভ্যাস ছাড়ুন।

  • 9/9

পরিশেষে বলি, মহিলারা খুবই সফট হন। তাদের সঙ্গে সেভাবে মিশুন। তাদের আগলে রাখুন। প্রোটেক্ট করুন। তাহলেই সমস্যার সহজ সমাধান করা যাবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement