সম্পর্ক একটা ম্যাজিক। সেই জাদু যতদিন বেঁচে থাকে, ততদিন কোনও সমস্যা হয় না। সবকিছু নদীর ধারার মতো বয়ে যায়।
মানুষের কিছু ভুলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তখন একে অপরের থেকে দূরে চলে যান কাপলরা। নিজেদের মধ্যে সমস্যা বাড়ে।
আর এই সমস্যার একটা সহজ সমাধান করা দরকার। নইলে বিপদে পড়তে পারেন। হতে পারে ব্রেকআপ। তাই এখন থেকেই সাবধান হন।
যদিও চিন্তা নেই, কয়েকটি সহজ টেকনিকেই আপনারা সম্পর্কে ঘনিষ্ঠতা ফেরাতে পারবেন। মেলামেশা করা সম্ভব হবে।
সঙ্গীর সঙ্গে একান্ত সময় কাটান। কোথাও ঘুরতে যান। খেতে যান। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন আপনার সম্পর্ক ঠিক ঠাক যাবে এগিয়ে।
সবার প্রথমে সঙ্গীকে সময় দিন। রোজ কিছুটা সময় একে অপরকে সময় দিতে হবে। তাতেই খেলা ঘুরে যাবে। বাড়বে ঘনিষ্ঠতা।
ঝামেলা-অশান্তি করা যাবে না। সেটার সমাধান করুন। তাহলেই দেখবেন সম্পর্ক এগিয়ে যাবে দ্রুত গতিতে।
একে অপরকে বাহবা দিতে শিখুন। প্রশংসা করুন। তাহলেই দেখবেন খেলা ঘুরে যাবে। দেখবেন সম্পর্ক ভাল হবে।
কোনও সমস্য়াকে এড়িয়ে যাবেন না। সেটা নিয়ে কথা বলুন। সমস্যার সমাধান করুন। তাহলেই দেখবেন ঘনিষ্ঠতা ফিরবে সম্পর্কে।