Advertisement

লাইফস্টাইল

Relationship Tips: সম্পর্কে উধাও মেলামেশা? এই ৫ টেকনিকে আসবেন কাছাকাছি

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Dec 2025,
  • Updated 4:30 PM IST
  • 1/9

সম্পর্ক একটা ম্যাজিক। সেই জাদু যতদিন বেঁচে থাকে, ততদিন কোনও সমস্যা হয় না। সবকিছু নদীর ধারার মতো বয়ে যায়।

  • 2/9

মানুষের কিছু ভুলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তখন একে অপরের থেকে দূরে চলে যান কাপলরা। নিজেদের মধ্যে সমস্যা বাড়ে।

  • 3/9

আর এই সমস্যার একটা সহজ সমাধান করা দরকার। নইলে বিপদে পড়তে পারেন। হতে পারে ব্রেকআপ। তাই এখন থেকেই সাবধান হন।

  • 4/9

যদিও চিন্তা নেই, কয়েকটি সহজ টেকনিকেই আপনারা সম্পর্কে ঘনিষ্ঠতা ফেরাতে পারবেন। মেলামেশা করা সম্ভব হবে।

  • 5/9

সঙ্গীর সঙ্গে একান্ত সময় কাটান। কোথাও ঘুরতে যান। খেতে যান। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন আপনার সম্পর্ক ঠিক ঠাক যাবে এগিয়ে।

  • 6/9

সবার প্রথমে সঙ্গীকে সময় দিন। রোজ কিছুটা সময় একে অপরকে সময় দিতে হবে। তাতেই খেলা ঘুরে যাবে। বাড়বে ঘনিষ্ঠতা।

  • 7/9

ঝামেলা-অশান্তি করা যাবে না। সেটার সমাধান করুন। তাহলেই দেখবেন সম্পর্ক এগিয়ে যাবে দ্রুত গতিতে।

  • 8/9

একে অপরকে বাহবা দিতে শিখুন। প্রশংসা করুন। তাহলেই দেখবেন খেলা ঘুরে যাবে। দেখবেন সম্পর্ক ভাল হবে।

  • 9/9

কোনও সমস্য়াকে এড়িয়ে যাবেন না। সেটা নিয়ে কথা বলুন। সমস্যার সমাধান করুন। তাহলেই দেখবেন ঘনিষ্ঠতা ফিরবে সম্পর্কে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement