Advertisement

স্পেশাল

Anti-Valentine's Week: মঙ্গলে শুরু অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক, কিক থেকে ব্রেকআপ ডে কীভাবে পালন করবেন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2022,
  • Updated 10:41 PM IST
  • 1/8

ভ্যালেন্টাইন সপ্তাহ তো গেল। সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে অ্যান্টি-ভ্য়ালেন্টাইন উইক। নামটা দেখেই বোঝা যাচ্ছে এ সপ্তাহের সঙ্গে ভালবাসার সম্পর্ক নেই। 

  • 2/8

১৫ ফেব্রুয়ারি - স্ল্যাপ দিবস (Slap Day- February 15)    

অ্যান্টি ভ্যালেন্টাইন দিবস শুরু হয় চড় মেরে। নিজের প্রাক্তন বা প্রাক্তনীকে চড় মেরে হৃদয়ভাঙার প্রতিশোধ নেওয়ার দিন। তবে সত্যি সত্যি চড় নয়! হিংসার সঙ্গে এ দিনের কোনও সম্পর্ক নেই। চড় মারবেন তাঁর প্রতি আপনার আবেগকে। আর এগিয়ে যাবেন জীবনে। 

  • 3/8

১৬ ফেব্রুয়ারি - কিক দিবস (Kick Day - February 16)

অ্যান্টি ভ্যালেন্টাইন্স ডে-র দ্বিতীয় দিন কিক ডে। প্রাক্তনের সঙ্গে জড়িয়ে থাকা যাবতীয় বিষাদ, অপমানকে জীবন থেকে লাথি মেরে দূর করুন। নেতিবাচকতাকে সরিয়ে হয়ে উঠুন ইতিবাচক।  ফেলে দিন প্রাক্তনের দেওয়া উপহারগুলিও। 

  • 4/8

১৭ ফেব্রুয়ারি -পারফিউম ডে (Perfume Day - February 17)      


১৭ ফেব্রুয়ারি পারফিউম দিবস। সুগন্ধী গায়ে মাখলে দূর হয় যাবতীয় মন খারাপ। নতুন করে নিজেকে ভালবাসতে শেখে মানুষ। সুগন্ধীতে অবগাহন করে পুরনো স্মৃতিকে ভুলে যান। উদযাপন করুন আমিত্বকে।

  • 5/8

১৮ ফেব্রুয়ারি - ফ্লার্টিং ডে (Flirting Day - February 18)

শুক্রবার ফ্লার্টিং। এ দিন জমিয়ে খুনসুটি করুন। ফ্লার্টিংয়ে মন ভাল থাকে। আর নতুন মানুষকে জানার সুযোগ হয়। খুনসুটি করতে করতে মন দেওয়া-নেওয়াও  হতে পারে ভবিষ্যতে।

  • 6/8

১৯ ফেব্রুয়ারি - কনফেশন ডে  (Confession Day - February 19)

সূবর্ণ সুযোগ কারও কাছে নিজেকে মেলে ধরার। বলে দিন মনের কথা। স্বীকার করুন অতীত ভুলের কথা। পরকীয়ার কথাও বলে দিন প্রিয়জনকে। 

  • 7/8

২০ ফেব্রুয়ারি - মিসিং ডে (Missing Day - February 20)
 
কাউকে খুব মিস করছেন! ক্রাশকে বলতে চান, তাঁর অভাব কতটা অনুভূব করছেন, তাহলে সে কথা মনে রাখবেন না। বলে দিন তাঁকে। প্রাক্তনকেও মিস করছেন? তাহলে একটি হোয়াটসঅ্যাপ করতেই পারেন। অন্তত আপশোস করার চেয়ে একটা মেসেজ পাঠানো শ্রেয়। 

  • 8/8

২১ ফেব্রুয়ারি - ব্রেকআপ ডে (Breakup Day - February 21)

অ্যান্টি-ভ্যালেন্টাইন্স সপ্তাহের শেষ দিন ব্রেক আপ দিবস। সম্পর্ক ক্রমশ খারাপ হয়ে উঠেছে আর মেরামত সম্ভব নয়! তাহলে আলাদা হয়ে যাওয়াই ভাল। আর ২১ ফেব্রুয়ারি মোক্ষম দিন। অসুস্থ সম্পর্কে থাকার চেয়ে একা থাকুন। ভাল থাকবেন।              
 

Advertisement
Advertisement