Advertisement

খেলা

Arun Lal-Bulbul Saha: পুরী-দার্জিলিং-তুরস্ক... পুজোর ছুটিতেই হানিমুন অরুণ লাল-বুলবুলের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2022,
  • Updated 4:43 PM IST
  • 1/10

বাংলা দলের কোচের দায়িত্ব থেকে অব্যহতি চেয়েছিলেন অরুণ লাল। মৌখিক ভাবে সেই কথা সিএবি-তে গিয়ে জানিয়ে আসেন তিনি। 
 

  • 2/10

সূত্রের খবর অরুণ লালের সিদ্ধান্ত মেনে নিয়েছে বাংলা ক্রিকেট দলের নিয়ামক সংস্থা।
 

  • 3/10

বাংলা দলের দায়িত্ব থাকায় বিয়ের পর হানিমুনে যাওয়া হয়নি অরুণ লালের। স্ত্রী বুলবুলকে নিয়ে বাংলা দলের সঙ্গে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন তিনি। তবে নিজেদের মত করে ঘোরার সুযোগ হয়নি।
 

  • 4/10

বাংলা দলের দায়িত্ব ছাড়ার পর অনেক সময় অরুণ লালের হাতে। এই সময় ঘুরতে যেতে চান তিনি। তবে সমস্যা তৈরি হয়েছে পেশায় স্কুল টিচার বুলবুলের ছুটি না থাকায়। 
 

  • 5/10

তাই আপাতত বাঙালির প্রিয় দার্জিলিং, পুরিতেই ছোটখাট সফর করতে পারেন অরুণ লাল।
 

  • 6/10

পুজোতে লম্বা ছুটি থাকছে বুলবুলের। সেই সময়ই তুরস্কে ঘুরতে যাবেন অরুণ লাল-বুলবুল। ১০ দিনের সেই ট্যুরই হবে তাঁদের হানিমুন।
 

  • 7/10

কোনও চাপের কারণে নয়, পরিবারকে সময় দিতেই বাংলা দলের দায়িত্ব ছেড়ছেন অরুণ লাল। মঙ্গলবার এমনটাই জানিয়েছিলেন তিনি।

  • 8/10

গত ২মে দীর্ঘদিনের বান্ধবী বুলবুলকে বিয়ে করেছিলেন অরুণ লাল। ৬৬ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন অরুণ লাল। 
 

  • 9/10

তাঁর কোচিংয়ে এই মরশুমে বাংলা দল রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। তবে সেমিফাইনালে মধ্য প্রদেশের বিরুদ্ধে হেরে যায় বাংলা দল।
 

  • 10/10

এর আগে ২০২০ মরশুমে বাংলাকে রঞ্জি ট্রফির ফাইনালে তুলেছিলেন অরুণ লাল। তবে সেবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে হেরে যায় তারা।           

Advertisement
Advertisement