Advertisement

খেলা

Neymar Health Updates: বিশ্বকাপে আর খেলতেই পারবেন না নেইমার? ঘনাচ্ছে আশঙ্কা

Aajtak Bangla
  • 02 Dec 2022,
  • Updated 3:36 PM IST
  • 1/10

ব্রাজিলের (Brazil) এখন মাথাব্যথা তারকা ফুটবলার নেইমারের (Neymar) চোট। FIFA World Cup 2022-এ আদৌ আর নেইমার খেলতে পারবেন কি না, তা-ই এখন লাখ টাকার প্রশ্ন। 

  • 2/10

ব্রাজিলের অনেকের আশঙ্কা, প্রি-কোয়ার্টার ফাইনালেও হয়তো দেখা যাবে না নেইমারকে।

  • 3/10

PSG-র তারকা সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পান। ব্রাজিল দলের ডাক্তার জানান, নেইমারের চোট কতটা গভীর, তা জানতে স্ক্যান রিপোর্ট হাতে পেতে হবে। 
 

  • 4/10

কোচ তিতে আশাবাদী ছিলেন, গ্রুপ স্টেজের শেষ ম্যাচে নেইমার খেলবেন। কিন্তু তা হয়নি। এখন আশঙ্কা তৈরি হচ্ছে, নক আউটেও খেলতে পারবেন কি না।

  • 5/10

জানা গিয়েছে, রাউন্ড অফ ১৬-র ম্যাচেও সম্ভবত মাঠে নামতে পারবেন না নেইমার। 

  • 6/10

পর্তুগাল, ঘানা বা দক্ষিণ কোরিয়ার বা উরুগুয়ে হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ।

  • 7/10

নেইমারের চোট হয়তো যেরকম মনে করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি গুরুতর। প্রথমে জানানো হয়েছিল, গোড়ালিতে লিগামেন্ট ছিঁড়েছে। 

  • 8/10

যদি তা-ই ঘটে, তা হলেও আগামী ৩ সপ্তাহ মাঠে নামা মুশকিল। সেক্ষেত্রে নেইমারকে হয়তো ফাইনালে দেখা যাবে, যদি ব্রাজিল ফাইনালে ওঠে।

  • 9/10

ব্রাজিল বনাম সুইত্‍জারল্যান্ড ম্যাচ টিম হোটেলেই দেখেছেন নেইমার। সেদিন যন্ত্রণায় তাঁর জ্বরও এসেছিল।

  • 10/10

বর্তমানে Group G-এর শীর্ষ রয়েছে ব্রাজিল। শুক্রবার অর্থাত্‍ আজ ক্যামেরুনের বিরুদ্ধে ড্র করলেও শেষ ষোলোয় চলে যাবে। 

Advertisement
Advertisement