সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ় জয় করে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ় চলাকালীন অস্ট্রেলিয়ার সমর্থকদের আচরণ ক্রিকেট বিশ্বকে কলঙ্কিত করেছিল। সিডনিতে আয়োজিত সিরিজ়ের তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন দর্শকেরা ভারতীয় পেসার মহম্মদ সিরাজের বিরুদ্ধে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করেছিলেন। সেইসময় ৬ জন দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, ক্রিকেট অস্ট্রেলিয়া নাকি ওই ৬ দর্শককে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্যে অভিযোগ থেকে মুক্ত করেছে এবং তাঁদের বেকসুর খালাস করে দিয়েছে।
এই মর্মে আইসিসি'র কাছে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি রিপোর্ট পাঠিয়েছিল। সেই রিপোর্ট অনুসারে ওই ৬ দর্শককে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছে। 'দ্য এজ' সংবাদপত্রে প্রকাশিত খবর অনুসারে সিরাজের অভিযোগের ভিত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে ঘটনার তদন্ত করতে শুরু করে। এই তদন্তের জন্য ১৪ দিনের সময় চেয়ে নেওয়া হয়েছিল। এবার আইসিসি'কে ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্তের রিপোর্ট পাঠিয়ে দিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলস পুলিশের অন্তিম রিপোর্টের অপেক্ষায় আপাতত রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এই ব্যাপারে নিশ্চিত যে ওই ৬ দর্শক কোনও বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করেননি।
অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এও জানানো হয়েছে যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেটারদের দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছিল। কিন্তু, ওই ৬ দর্শককে এই ঘটনা থেকে একেবারে আলাদা করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ৬ দর্শককেই ম্যাচ চলাকালীন স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছিল এবং পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদও করে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করা হয়েছিল। কিন্তু, তদন্তকারীরা আসল দোষীকে খুঁজে বের করতে পারেনি। তৃতীয় টেস্টের চতুর্থ দিন অর্থাৎ ১০ জানুয়ারি সিরাজ বর্ণবিদ্বেষীমূলক মন্তব্যের অভিযোগ করেছিলেন। এরপর ওই ৬ দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছিল। এই ঘটনার বিরুদ্ধে বিসিসিআইয়ের পক্ষ থেকেও লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই ঘটনায় বিনা শর্তে ক্ষমা চাওয়া হয়েছিল।