Advertisement

খেলা

দেশের এই অলিম্পিক পদকজয়ী শুটার লড়েছিলেন কার্গিলের যুদ্ধে, চেনেন কি আপনি?

কৌশিক বিশ্বাস
  • 29 Jan 2021,
  • Updated 10:54 AM IST
  • 1/9

২০০৪ সালে আথেন্স অলিম্পিকের কথা আপনাদের মনে আছে? ভারতের এক তরুণ শুটার রুপোর পদক জয় করেছিলেন। হ্যাঁ ঠিকই ধরেছেন। রাজ্যবর্ধন সিং রাঠোর। আজ তাঁর জন্মদিন। অলিম্পিক ইতিহাসে তিনি যে ভারতকে গর্বিত করেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

  • 2/9

রাজ্যবর্ধন সিং রাঠোর সেনা পরিবার থেকে উঠে এসেছে। একথা আমরা সকলেই জানি। তাঁর ডাক নাম 'চিলি'। ছোটোবেলা থেকেই তিনি বিভিন্ন খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলেন। তারমধ্যে অন্যতম হল ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল। এমনকী, জাতীয় ডিসকাস থ্রো প্রতিযোগিতায় তিনি কেন্দ্রীয় বিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্বও করেন। 

  • 3/9

পেশাদার শুটিং থেকে অবসর গ্রহণ করার পর তিনি রাজনীতিতে পা রেখেছেন। ২০১৪ সালে তিনি সাংসদ হিসেবে মনোনীত হন। প্রথমে তাঁর উপরে তথ্য এবং সম্প্রচার বিভাগের দায়িত্ব ছিল। পরবর্তীকালে তিনি ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব পান।

  • 4/9

আপনারা অনেকেই হয়ত ভুলে গেছেন, ২০০৪ অলিম্পিকে রুপো জয় করার পাশাপাশি রাজ্যবর্ধন সিং রাঠোর ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনাও জয় করেছিলেন। ডাবল ট্র্যাপ সিঙ্গলস ইভেন্টে ২০০টির মধ্যে তিনি ১৯২টি লক্ষ্য ভেদ করেন। 

  • 5/9

এমনকী, ২০০২ সালেই ডাবল ট্র্যাপ পেয়ারস ইভেন্টে মোরাদ আলি খানকে সঙ্গী করে তিনি সোনা জয় করেন। পাশাপাশি ২০০৬ সালে ডাবল ট্র্যাপ সিঙ্গলস ইভেন্টে ফের সোনা জয় করেন তিনি। কিন্তু, পেয়ারসে অল্পের জন্য হাতছাড়া হয়ে যায় সোনা, জয় করেন রুপোর পদক।

  • 6/9

রাজ্যবর্ধন সিং রাঠোর মোট ২৫টি আন্তর্জাতিক পদক জয় করেছেন। তারমধ্যে ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে দুটো সোনার পদক রয়েছে। ২০০৪ সালে আথেন্স অলিম্পিকে রুপো জয় করার পর তিনি বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন।

  • 7/9

রাজ্যবর্ধন সিং রাঠোর মোট ২৫টি আন্তর্জাতিক পদক জয় করেছেন। তারমধ্যে ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে দুটো সোনার পদক রয়েছে। ২০০৪ সালে আথেন্স অলিম্পিকে রুপো জয় করার পর তিনি বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন।

  • 8/9

তো, কার্গিল যুদ্ধের সময়, রাজ্যবর্ধন সিং রাঠোরকে জম্মু-কাশ্মীরে পোস্টিং দেওয়া হয়েছিল। তাঁর রেজিমেন্ট সেই যুদ্ধে জয়লাভও করেছিল।

  • 9/9

পাশাপাশি আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, রাজ্যবর্ধন সিং রাঠোরের ছেলে মানবাদিত্যও বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন। তার মধ্যেও ভবিষ্যতের চ্যাম্পিয়ন হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। ২০১৯ সালে মাত্র ১৪ বছর বয়সেই তিনি জুনিয়র ন্যাশনাল ট্র্যাপ খেতাব জয় করেন। এমনকী, খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অনূর্ধ্ব-২১ ট্র্যাপ ইভেন্টে তিনি সোনাও জয় করেন।

(ছবি সৌজন্য - প্রত্য়েকটি ছবিই রাজ্যবর্ধন সিং রাঠোরের ইনস্টাগ্রাম থেকে নেওয়া হয়েছে)

Advertisement
Advertisement