Advertisement

খেলা

গোয়ায় বাগদত্তার সঙ্গে ক্রিকেটার রাহুল চাহার, শেয়ার করলেন রোমান্টিক ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • গোয়া,
  • 16 May 2021,
  • Updated 4:34 PM IST
  • 1/7

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ পেছানোর পরে, অনেক খেলোয়াড় ছুটির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দিল্লী রাজধানীর তরুণ ব্যাটসম্যান পৃথ্বী সাউ সম্প্রতি গোয়ায় এসেছিলেন। পৃথ্বী ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের স্পিনার রাহুল চাহারও গোয়ায় রয়েছেন। গোয়ায় রয়েছেন নিদের বাগদত্তা ঈশানির সঙ্গে।

  • 2/7

রাহুল চাহার তাঁর বাগদত্তা ঈশানির সাথে গোয়ায় ছুটি কাটাচ্ছেন। রাহুল ঈশানির সাথে একটি রোম্যান্টিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি গোয়া লিখেছেন। ছবিতে ঈশানি রাহুলের কাঁধে মাথা রাখছেন।

 

 

 

  • 3/7

রাহুল চাহার এবং ঈশানি ২০১৯ সালের ডিসেম্বরে বাগদান করেছিলেন। রাহুল চাহার তার সঙ্গীর সাথে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। তিনি আইপিএলে ঈশানির সাথে একটি ফটো ভাগ করেছেন, যাতে তিনি তার বাগদত্তাকে হেয়ার স্টাইল বিশেষজ্ঞ বলেছিলেন।

  • 4/7

রাহুল আইপিএল ১৪-এর ৭ ম্যাচে মোট ১১ উইকেট নিয়েছেন। তার দল মুম্বই ইন্ডিয়ান্স এই মরশুমে৪ টি ম্যাচ জিতেছে, তিনটিতে হেরেছে। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছেন। তবে করোনার কোপে বনধ হয়ে গিয়েছে আইপিএল।

  • 5/7

ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে খেলছিলেন রাহুল চাহার। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। রাহুল ২০১৭ সালে আইপিএল অভিষেক করেছিলেন। সেই মরসুমে রাহুল চাহার ৩ টি ম্যাচ খেলে 2 উইকেট নিয়েছিলেন।

  • 6/7

রাহুল চাহার ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার। সম্প্রতি বেশ কিছু ম্যাচে দেখা গিয়েছে তাঁকে। বিরাট কোহলি থেকে টিম ম্যানেজমেন্টের ভরসা পেয়েছেন এই স্পিনার।

 

 

  • 7/7

এখন ছুটির মেজাজ, ইংল্যান্ডের বিরুদ্ধে লম্বা সফর রয়েছে ভারতের। তবে সেই টেস্ট দলে নেই রাহুল চাহার। ফলে ছুটির মেজাজেই আছেন এই ক্রিকেটার। নিজের বাগদত্তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন এই ক্রিকেটার।

Advertisement
Advertisement