Advertisement

খেলা

FIFA World Cup 2022: বিশ্বকাপে দারুণ পারফর্ম্যান্স, দেশে ফিরতেই রাজকীয় সম্মান জিয়েশ-মডরিচদেরও

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Dec 2022,
  • Updated 11:03 AM IST
  • 1/8

২০২২ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) সবে মাত্র শেষ হয়েছে। গতকালই দেশে ফিরেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল (Argentina)। বিশ্বকাপ নিয়ে কথা হলেই, লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপেদের (Kylian Mbappe) কথা মাথায় এলেও সমর্থকরা ভুলতে পারছে না মরক্কোর (Morocco) দারুণ লড়াইয়ের কথা।
 

  • 2/8

বিশ্বকাপে চতুর্থ স্থান পেয়েছে মরক্কো। হারিয়ে দিয়েছে স্পেন, পর্তুগাল, বেলজিয়ামের মত ফুটবলের মহা শক্তিধর দলগুলিকে। যদিও সেমি ফাইনালে ০-২ গোলে ফ্রান্সের কাছে হেরে যায় তাঁরা। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে হেরে যায় মরক্কো।
 

  • 3/8

এবারের বিশ্বকাপে মরক্কো যেন সারপ্রাইজ প্যাকেজ। সেমি ফাইনাল ওঠা মরক্কো দল সকলের নজর কেড়েছে। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের স্বেমি ফাইনালে পৌঁছে গিয়েছিলেন হাকিম জিয়েসরা। দারুণ খেলে দেশে ফেরা ফুটবলাররা তাই বীরের সম্মান পাচ্ছেন।
 

  • 4/8

ফুটবলাররা দেশে ফিরতেই, হুডখোলা বাসে রাজধানী রাবাত শহর ঘোরেন ইয়াসিন বোনোরা। সম্মান দিতে হাজির ছিলেন হাজার হাজার মরোক্কান ফুটবল প্রেমীরা। বিশ্বকাপ চলাকালীন গোটা মরক্কো জুড়ে উৎসব চলেছে। ফুটবলারদের সাফল্য উদাযাপন করেছেন দেশের নাগরিকরা।
 

 

  • 5/8

দেশে ফেরার পর মরক্কোর ফুটবলারদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছিলেন মরক্কোর রাজা মহম্মদ VI। রাজ পরিবারের সদস্যদের সঙ্গে প্রাসাদে ছবি তোলেন ফুটবলাররা। 
 

 

  • 6/8

২০১৮ বিশ্বকাপে রানার্স হওয়ার পর ২০২২ বিশ্বকাপেও ফের চমক দিয়েছে ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে তারা। টাইব্রেকারে নেইমারদের ৪-২ ব্যবধানে হারিয়ে সেমি ফাইনালে চলে যায় ক্রোয়েশিয়া। তবে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয় লুকা মডরিচদের।

 
 

  • 7/8

এবারের বিশ্বকাপে তৃতীয় স্থান পেয়েছে ক্রোয়েশিয়া। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ২-১ গোলে তারা মরক্কোকে হারিয়ে দেয়। দেশে ফেরার পরে দারুণ সম্মান পেয়েছেন ক্রোট ফুটবলাররা। সেই ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


 

  • 8/8

ক্রোয়েশিয়া ও মরক্কোর দল ফাইনালে উঠতে না পারলেও সেমিফাইনালে উঠলে প্রাইজমানি হিসেবে পাবে কোটি কোটি টাকা। ক্রোয়েশিয়া তিন নম্বরে থাকায় পুরস্কার হিসেবে পাবে প্রায় ২২৩ কোটি টাকা। অন্যদিকে,মরক্কো চার নম্বরে রয়েছে, তাদের দেওয়া হবে প্রায় ২০৬ কোটি টাকা।
 

Advertisement
Advertisement