Advertisement

খেলা

Lionel Messi Wife: বিখ্যাত মডেল-ডাকসাইটে সুন্দরী, মেসির স্ত্রীর 'হট' বিকিনি লুক

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2022,
  • Updated 3:40 PM IST
  • 1/10

অবশেষে নিজের লক্ষ্যে সফল লিওনেল মেসি। ২০২২ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু জানেন কি তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo) মেসির জয়ে সবচেয়ে বেশি খুশি।
 

  • 2/10

মেসির স্ত্রী ডেন্টিস্ট হতে চেয়েছিলেন। পড়াশোনাও শুরু করে ছিলেন। তবে মেসির পাশে থাকতে চেয়ে পড়াশোনা ছেড়ে বার্সেলোনায় চলে গিয়েছিলেন। মাঝপথে পড়া ছেড়ে দেওয়ায় আন্তোনেল্লা রোকুজ্জো ডেন্টিস্ট হতে পারেননি। কিন্তু তারপর মডেলিংয়ে কেরিয়ার গড়ার চেষ্টা করেন এবং সফল হন।  
 

  • 3/10

আন্তোনেলা এবং মেসি মাত্র ৫ বছর বয়স থেকে একে অপরের সঙ্গে ডেট করছেন। ২০১৭ সালে ধুমধাম করে বিয়ে করেন দু'জনেই। মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা তিন সন্তানের বাবা-মা। ফিটনেস ও সৌন্দর্যের দিক থেকে মেসির স্ত্রী আন্তোনেলা কোনও অভিনেত্রীর চেয়ে কম নন।  
 

  • 4/10

আন্তোনেল্লা রোকুজ্জোর স্ত্রী বাস্তব জীবনে সুপার গ্ল্যামারাস এবং সাহসী। আন্তোনেলা রোকুজ্জো সোশ্যাল মিডিয়া শাসন করেন। ইনস্টাগ্রামে তাঁর ২৪.৯ মিলিয়ন ফলোয়ার  রয়েছে।  
 

  • 5/10

৩৪ বছর বয়সী আন্তোনেল্লা রোকুজ্জোর তিন সন্তান রয়েছে। তবে তিনি সবসময়ই তাঁর ফিটনেস এবং টোনড ফিগার বজায় রাখেন।  আন্তোনেলা ফিট থাকার জন্য নিয়মিত ওয়ার্কআউট করেন। প্রায়শই জিম থেকে তাঁর ছবিও শেয়ার করেন। 
 

  • 6/10

লিওনেল মেসির প্রিয়তমা স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর বিকিনি লুক নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম থাকে। তিনি প্রায়শই বিকিনি পরে ছবি শেয়ার করেন। বিকিনিতে আন্তোনেলার ​​টোনড ফিগারের প্রেমে পড়তে পারেন যে কেউ।  
 

  • 7/10

আন্তোনেলা রোকুজ্জোর ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি দেখেন তবে আপনি নিজেই বুঝতে পারবেন যে তিনি ঘুরতে কতটা ভালবাসেন।  আন্তোনেল্লা রোকুজ্জো এবং মেসিকে প্রায়ই সুন্দর সমুদ্র সৈকতে তাদের ছুটি উপভোগ করতে দেখা যায়। 
 

  • 8/10

বিকিনিতে মেসির স্ত্রীর সাহসী এবং গ্ল্যামারাস অবতারে দেখা যায়। তাঁর ফ্যাশন সেন্সও অসাধারণ। আন্তোনেলা রোকুজ্জোর সৌন্দর্য দেখা গেল বিশ্বকাপ ফাইনালের (FIFA World Cup Fonal 2022) মঞ্চেও।  
 

  • 9/10

আন্তোনেল্লা রোকুজ্জো সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি প্রায়ই লিওনেল মেসির সঙ্গে বিকিনিতে রোমান্টিক ছবি শেয়ার করেন। লিওনেল মেসি এবং আন্তোনেলা রোকুজ্জোর ঝলমলে কেমিস্ট্রি ভক্তদের মন জয় করেছে। 

  • 10/10

লিওনেল মেসি সারা বিশ্বের মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে ফেলেছেন। তবে তাঁর স্ত্রীও বড় তারকার চেয়ে কম নন। লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো একজন বিখ্যাত মডেল। 
 

Advertisement
Advertisement