Advertisement

খেলা

Florentin Pogba: শহরে চলে এলেন পোগবা, কবে নামবেন ATK মোহনবাগানের প্র্যাক্টিসে? PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jul 2022,
  • Updated 1:07 PM IST
  • 1/6

পল পোগবার ভাই ফ্লোরেন্তিন পোগবাকে এই মরশুমে সই করিয়ে চমক দিয়েছে এটিকে মোহনবাগান। রবিবার সকালে শহরে পা দিয়েছেন তিনি। বিকেলেই অনুশীলনে যোগ দেবেন। কথা বলবেন সাংবাদিকদের সঙ্গেও।
 

  • 2/6

দলের বাকি দুই নতুন বিদেশির যোগ দেবেন কিছু দিন পরে। ডুরান্ড কাপকে গুরুত্ব দিলেও মরশুমের বাকি টুর্নামেন্টগুলোতে সাফল্যের দিকেই লক্ষ্য রাখছেন জুয়ান ফেরান্দো। 
 

  • 3/6

এএফসি কাপে সেমিফাইনালে খেলতে নামার আগে ডুরান্ডে খেলবে এটিকে মোহনবাগান। ইমামি ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে মুম্বই সিটি এফসি, ইন্ডিয়ান নেভি। 

  • 4/6

আর তাই অনুশীলনে কোনও খামতি রাখতে নারাজ তিনি। শুক্রবার খুব অল্প সময়ের জন্য দল নিয়ে অনুশীলনে নামলেও শনিবার থেকে জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিল এটিকে মোহনবাগান। 
 

  • 5/6

প্রচুর মানুষ এসেছিলেন এটিকে মোহনবাগানের অনুশীলন দেখতে। বহুদিন পর ময়দানে অনুশীলন করছে সবুজ-মেরুন। আর তাই বিরাট উন্মাদনা দেখা যায় ক্লাবের মাঠে। 

  • 6/6

এই মরশুমে বাড়তি দায়িত্ব নিতে দেখা যেতে পারে তরুণ ফুটবলারদের। তাঁর মধ্যে অন্যতম কিয়ান নাসিরি। গত মরশুমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে হ্যাটট্রিক করেন কিয়ান।

Advertisement
Advertisement