Advertisement

খেলা

'পাকিস্তান জেতায় যারা বাজি ফাটাল, তারা ভারতীয় নয়,' টুইট গম্ভীরের, ক্ষুব্ধ শেহওয়াগও

Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Oct 2021,
  • Updated 2:40 PM IST
  • 1/7

পাকিস্তানের জেতার পর ভারতের বিভিন্ন জায়গায় বাজি পোড়ানো হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে সরব হলেন বীরেন্দ্র শেহওয়াগ ও গৌতম গম্ভীর। 

  • 2/7

 দুজনেই টুইটবার্তায় এই নিয়ে মন্তব্য করেন। এই দেশে থেকেও ভারতের পরাজয়ে যাঁরা বাজি পোড়ান, তাঁদের নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। 
 

  • 3/7

এই নিয়ে গৌতম গম্ভীরের টুইটবার্তা, 'যাঁরা এই দেশে থেকে পাকিস্তানের জয়ে বাজি পোড়ান, তাঁরা ভারতীয় হতে পারেন না। আমরা আমাদের ছেলেদের পাশে আছি।' 

 

  • 4/7

বাজি পোড়ানো নিয়ে প্রশ্ন তোলেন শেহওয়াগও। তাঁর প্রশ্ন, দীপাবলিতে বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। অথচ পাকিস্তানের জয়ের পর এখানে এত বাজি পুড়ল কেন? 
 

  • 5/7

শেহওয়াগের টুইটবার্তা, 'দীপাবলির সময় আতসবাজি নিষিদ্ধ করে দেওয়া হয়। অথচ রবিবার রাতে দেশের বিভিন্ন প্রান্তে আতসবাজি করা হল। পাকিস্তানের জয়ে এই আনন্দ করা হয়েছে।...

 

  • 6/7

'তাহলে ক্রিকেটে জয়ের উৎসবে আতসবাজি করার অধিকার আছে। আর দীপাবলিতে করা যাবে না? এত ভণ্ডামি কেন?' 
 

  • 7/7

প্রসঙ্গত, রবিবারের মহারণে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে ভারত। ভারতের দেওয়া লক্ষ্য বিনা উইকেটেই তুলে দেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। এদিকে পাকিস্তানের জয়ের পর দেশের বিভিন্ন জায়গায় আতসবাজি হয় বলে অভিযোগ। যা নিয়ে সরব হন অনেকেই। 
 

Advertisement
Advertisement