দলে নেই বিরাট কোহলির মতো ভরসা যোগ্য ব্যাটসম্যান। একই সঙ্গে নেই সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটাররা। তবুও দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। গাব্বায় শেষ ও চতু্র্থ টেস্ট ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে পর পর দুটি টেস্ট সিরিজ জয় পেল ভারতীয় দল।
গত বছর ২-১ ব্যবধানে বিরাট কোহলির নেতৃত্বেই জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিরিজ জয় করে এবার ফের পর পর দুবছর অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল ভারত। তবে এবার অজিঙ্কা রাহানের অধিনায়কত্বে জয় পেল ভারত।
দুই বছর আগে ঘরের মাঠে বর্ডার গাভাসকর ট্রফিতে জয় পেয়েছিল ভারত। তারপর ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতেও একই ভাবে অজিদের হারায় ভারতীয় দল। এবার ফের একবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় করলো ভারতীয় দল।
দাঁতে-দাঁত চেপে গাব্বার মাঠে লড়াই করেছে ভারতীয় দল। বিশেষ করে ৩২৮ রানের লক্ষ্য নিয়ে নেমেছিল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে দুরন্ত লড়াই করেই শেষ করেছে ভারতীয় দল। বিভিন্ন বাধা থাকা সত্বেও জয় নিজেদের নামে করেছে ভারত।
৭০ বছরের রেকর্ড ভেঙে গাব্বায় নতুন ইতিহাস করেছে ভারতীয় দল। ১৯৫১ সালে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই জায়গায় দাঁড়িয়ে এবার সর্বোচ্চা রান তাড়া করে গাব্বায় জিতলো ভারত।
ব্রিসবেন ওরফে গাব্বাকে অন্যতম সেরা মাঠ হিসাবে ধরতো অস্ট্রেলিয়া দল। গাব্বা তাঁদের জন্য পয়া। তবে সেই জায়গায় দাঁড়িয়েই বাজিমাৎ করলো ভারতীয় দল।
৩২ বছর আগে এই মাঠে শেষ হেরেছিল অস্ট্রেলিয়া। এবার ফের ৩২ বছর পর ৩৩ বছরের মাথায় অস্ট্রেলিয়াকে গাব্বায় হারালো ভারত।
এটা ভারতের অন্যতম সেরা দল। কারণ বিভিন্ন চোট সমস্যা থাকা কালিন ও ভারতীয় দলে একাধিক বড় ক্রিকেটার না থাকায় এই সিরিজ জয় পেয়েছে ভারত।