Advertisement

খেলা

IPL Mega Auction 2022: RCB থেকে KKR, নিলাম শেষে ১০ দলের অধিনায়ক কারা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2022,
  • Updated 12:08 PM IST
  • 1/11

IPL Teams Captain: আইপিএলের মেগা নিলামে বিকিকিনি শেষ হয়েছে রবিবার। ১০টি দল নিজেদের রণনীতি অনুযায়ী ক্রিকেটারদের নিয়েছে। তবে অধিনায়ক কে হবেন? কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পঞ্জাব কিংস নেতাহীন।        

  • 2/11

১২.২৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আগে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন। আইপিএলে নেতা হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। শোনা যাচ্ছে, কলকাতার অধিনায়ক হচ্ছেন শ্রেয়সই। 

  • 3/11

পঞ্জাব কিংস অধিনায়কহীন। ৮.২৫ কোটি টাকায় শিখর ধবনকে কিনেছে তারা। প্রীতি জিন্টার দলের অধিনায়ক হতে চলেছেন গব্বরই। 

  • 4/11

সম্ভবত ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংসে এটাই ধোনির শেষ মরসুম। তিনি অধিনায়কত্ব ছাড়তে পারেন বলে খবর। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হতে পারে রবীন্দ্র জাডেজাকে। যাতে ধোনির ছত্রছায়ায় শিখে নিতে পারেন। ১৬ কোটি টাকায় জাডেজাকে ধরে রেখেছিল চেন্নাই। যদিও এখনও ঔপচারিক ঘোষণা করা হয়নি। 

  • 5/11

গতবছরই রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। এবার আরসিবি ম্যাক্সওয়েলকে ধরে রেখেছে। এই অস্ট্রেলিয়ানকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। 

  • 6/11

শ্রেয়সের চোটের পর গত মরসুমে দিল্লির অধিনায়ক করা হয়েছিল ঋষভ পন্থকে। পন্থকে ১৬ কোটি টাকায় ধরে রেখেছে দিল্লি। তিনি এবারও নেতৃত্ব দেবেন দিল্লি ক্যাপিটালসকে (DC)।   

  • 7/11

রাজস্থান রয়্যালসকে (RR) নেতৃত্ব দেবেন সঞ্জু স্যামসন। ২০০৮ সালে প্রথম আইপিএল জিতেছিল রাজস্থান। তার পর থেকে ট্রফি হাতছাড়া তাদের। ১৪ কোটি টাকায় স্যামসনকে রেখে দিয়েছে রাজস্থান।

  • 8/11

আইপিএলে সফলতম অধিনায়ক রোহিত শর্মা। ৫বার জিতেছেন ট্রফি। আরও একটা ট্রফির জন্য  রোহিতকে ১৬ কোটি টাকায় ধরে রেখেছিলেন অম্বানিরা। মুম্বইকে এবারও নেতৃত্ব দেবেন হিটম্যান।    

  • 9/11

সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। গতবছরই ব্যর্থ ডেভিড ওয়ার্নারকে সরিয়ে তাঁকে নেতা করেছিল ফ্র্যাঞ্চাইজি। ১৪ কোটি খরচ করে উইলিয়ামসনকে রাখা হয়েছে। 

  • 10/11

গতবছর পঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। এবার আইপিএল-র নতুন দল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক তিনি। নিলামের আগেই ১৭ কোটি টাকায় রাহুলকে ঘরে তুলেছিল লখনৌ। 
 

  • 11/11

আইপিএলের নতুন দল গুজরাট টাইটানস। প্রথম মরসুমে তাদের নেতা হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে লাগাতার ভাল খেলেছেন গুজরাটের ভূমিপুত্র। তাঁকেই সামনে রেখে নামছে সে রাজ্যের নতুন দল। ১৫ কোটি টাকায় হার্দিককে কিনেছে গুজরাট টাইটানস।

Advertisement
Advertisement