Advertisement

খেলা

রায়নার হাফসেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে ধোনি ব্রিগেড, জিততে হলে দিল্লির চাই ১৮৯

কৌশিক বিশ্বাস
  • 10 Apr 2021,
  • Updated 9:44 PM IST
  • 1/5

আশা করা যেতেই পারে যে এই রানটা নিয়ে যথেষ্ট খুশি হবে চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৮০-র ওপর রান তুলে ফেলতে পারলেই যথেষ্ট স্বস্তিতে থাকতে পারা যায়। আজ চেন্নাই সুপার কিংস ছ'উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে। পাওয়ার প্লে চলাকালীন যেখানে ৩৩ রানে জোড়া উইকেটের পতন হয়েছিল, সেই জায়াগায় এটা অবশ্যই একটা বড় স্কোর। তবে এর পিছনে সুরেশ রায়নার একটা অসাধারণ ভূমিকা রয়েছে। রায়না আজ ৩৬ বলে ৫৪ রান করেন। এবার দিল্লি ক্যাপিটালস কোন পরিকল্পনায় এই রান তাড়া করতে নামে এখন সেটাই দেখার।

  • 2/5

ইনিংসের বিরতিতে সুরেশ রায়না বললেন, "কামব্যাক করতে পেরে এবং চেন্নাই সুপার কিংসের হয়ে রান করতে পেরে খুব ভালো লাগছে। আমাদের শুরুটা বেশ ভালো হয়েছিল। আমরা পার্টনারশিপটা ভালো করেছিলাম। আমি শুধুমাত্র ইতিবাচক ক্রিকেট খেলার দিকেই মন দিয়েছিলাম। আজ ভগবান আমার উপরে সদয় ছিলেন। আমরা প্রস্তুতিটা খুব ভালো সেরেছিলাম। অনুশীলন করার সময়েই আমাদের মানসিকতাটা সেট হয়ে গিয়েছিল।"

  • 3/5

তিনি আরও যোগ করেন, "স্যাম কারেন এবং রবীন্দ্র জাদেজা শেষটা ভালো করেছেন। এই রানটা তাড়া করা যথেষ্ট মুশকিল হবে। আমাদের দলের হয়ে মইন আলি যথেষ্ট ভালো খেলেছেন। তিনি শুরুর দিকে আমাকে যথেষ্ট সাহায্য করেন। আমাদের দলে শার্দূল, দীপক এবং স্যআমের মতো সুইং বোলার রয়েছেন। আশা করছি আজ জিততে পারব। তবে আমি দলের সমর্থকদের আলাদা করে ধন্যবাদ জানাতে চাই।"

  • 4/5

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পান্থ। তিনি বলেছিলেন, "উইকেটটা নিচের দিকে একটু নরম আছে। আমাদের দলে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের মেলবন্ধন রয়েছে। প্রথম ম্যাচটা মাহি ভাইয়ের বিরুদ্ধে খেলতে পেরে ভালো লাগছে। দলের চার বিদেশি ক্রিকেটার হলেন স্টোয়েনিস, হেটমায়ার, ওকস এবং টম কারেন। আমরা দিল্লিতে খেলছি না, তাই কিছুটা স্বস্তিতে রয়েছি।"

  • 5/5

অন্যদিকে ধোনি বলেন, "'টসে জিতলে আমরাও প্রথমে বোলিংই করতাম। আকাশে মেঘ রয়েছে। ফলে খুব একটা বেশি শিশির পড়বে না। ক্রিকেটে আবার ফিরতে পেরে খুব ভালো লাগছে। প্রস্তুতির জন্য আমরা অনেকটাই সময় পেয়েছি। আমাদের দলের কয়েকজন ক্রিকেটার এখনও কোয়ারান্টাইনে রয়েছেন। দলের চারজন বিদেশি ক্রিকেটার হলেন ফাফ, মইন, স্যাম এবং ব্র্যাভো।"

Advertisement
Advertisement