Advertisement

খেলা

এক ক্লিকে দেখে নিন, আপনার প্রিয় পাঁচ KKR ক্রিকেটারের সুন্দরী বউদের PHOTOS

কৌশিক বিশ্বাস
কৌশিক বিশ্বাস
  • 19 Apr 2021,
  • Updated 6:15 PM IST
  • 1/6

চলতি আইপিএল মরশুমে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স জিতলেও পরের দুটো ম্যাচ মুম্বই এবং কলকাতার বিরুদ্ধে তারা হেরে গেছে। তা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে বিস্তর। তবে আজ আমরা এই প্রতিবেদনে ম্যাচ নিয়ে কোনও আলোচনা করব না। আলোচনা করব, আমাদের প্রিয় নাইটদের ব্যক্তিগত জীবন নিয়ে।

  • 2/6

দীনেশ কার্তিক

কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক দেশের অন্যতম সেরা মহিলা স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকালকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন। ২০১৫ সালে তাঁরা একে অপরকে বিয়ে করেন।

  • 3/6

হরভজন সিং

গীতা বসরাকে বিয়ে করেছেন হরভজন সিং। ২০১৫ সালের ২৯ অক্টোবর জলন্ধরে তাঁরা বিয়ে করেন। গীতা একজন বলিউড অভিনেত্রী। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে।

  • 4/6

নীতিশ রানা

চলতি আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স সেভাবে সফল না হলেও নীতিশ রানা কিন্তু, প্রত্যেকটা ম্যাচেই শানদার পারফরম্যান্স করছেন। তিনি তাঁর গার্লফ্রেন্ড সাচি মারওয়ার সঙ্গে বহুদিন ধরেই প্রেম করেছেন। ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করে নেন। নীতিশ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে যথেষ্ট ভালোবাসেন। মাঝেমধ্যেই তিনি নিজের স্ত্রী'র সঙ্গে ছবি দেন।

  • 5/6

আন্দ্রে রাসেল

চলতি আইপিএল টুর্নামেন্টে যদি কোনও ক্রিকেটার পারফরম্যান্সের জন্য সবথেকে বেশি সমালোচিত হয়ে থাকেন, তাহলে তিনি হলেন আন্দ্রে রাসেল। জ্যাসিম লোরাকে রাসেল বিয়ে করেন। ২০১৬ সালে চার হাত এক হয়। লোরা পেশায় জামাইকার একজন সুপার মডেল।

  • 6/6

সুনীল নারাইন

আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স দলের সেনসেশন হলেন সুনীল নারাইন। তিনি নিজের পারফরম্যান্সের জোরে প্রত্যেকের হৃদয় জয় করেছেন। তিনি নন্দিতা কুমারকে বিয়ে করেন। ২০১৩ সালে তাঁরা সাত পাকে বাঁধা পড়েন। 

Advertisement
Advertisement