Advertisement

খেলা

IPL 2021 : ...তাহলে মোবাইলে এটা দেখেই অবাক হয়েছিলেন ঋতিকা এবং নাতাশা

Aajtak Bangla
  • চেন্নাই,
  • 18 Apr 2021,
  • Updated 4:15 PM IST
  • 1/5

মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে এবং দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ছবিটা কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আয়োজিত ম্যাচ চলাকালীন নেওয়া হয়েছিল। ঋতিকা এবং নাতাশা মুম্বই ইন্ডিয়ান্সকে চিয়ার করার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

  • 2/5

এই ছবিতে নাতাশা ঋতিকাকে তাঁর মোবাইলে কিছু দেখাচ্ছেন। দুজনেই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে যথেষ্ট হতবাক হয়ে পড়েছেন। সমর্থকেরা তাঁদের এমন প্রতিক্রিয়ার পিছনে আসল কারণটা খোঁজার চেষ্টা করছে। তবে সমর্থকদের বেশি অপেক্ষা না করিয়ে মুম্বই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকেই এর আসল কারণটা জানিয়ে দেওয়া হয়েছে।

  • 3/5

ফ্র্যাঞ্চাইজ়ির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিটা পোস্ট করা হয়। ছবিটা শেয়ার করার আগে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপশনে লেখে, "প্রত্যেকেই এটা জানতে চান যে ঠিক কী কারণে এমন প্রতিক্রিয়া দেওয়া হল?" মুম্বইয়ের পোস্ট করা পরের ছবিটা দেখলেই বুঝতে পারা যায় যে সেখানে রোহিত শর্মাকে বল করতে দেখা যাচ্ছে।

  • 4/5

মুম্বই ইন্ডিয়ান্সের কথা অনুসারে, রোহিত শর্মাকে বল করতে দেখেই নাকি ঋতিকা এবং নাতাশা হতবাক হয়ে যান। তবে শুধুমাত্র ক্রিকেটারদের স্ত্রী'রাই নন, দলের সমর্থকেরাও ম্যাচ চলাকালীন রোহিতকে বল করতে দেখে হতবাক হয়ে যান। এর পিছনে প্রধান কারণ এটাই যে ২০১৪ সালের আইপিএল টুর্নামেন্টের পর রোহিত শর্মাকে আর কখনও বল করতে দেখা যায়নি।

  • 5/5

এবার ম্যাচের কথায় আসা যাক। মুম্বই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে ১০ রানে হারিয়ে দিয়েছিল। বলতে গেলে কেকেআরের হাত মুঠো থেকে মুম্বই এই ম্যাচটা ছিনিয়ে নিয়ে আসে। একটা সময় কলকাতা নাইট রাইডার্সের ৩০ বলে ৩১ রান দরকার ছিল। আর হাতে ছিল সাত উইকেট। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা নিজের দলের বোলারদের যথেষ্ট ভালোভাবে ব্য়বহার করেন এবং দলকে ১০ রানে জিতিয়ে দেন।

Advertisement
Advertisement