বিগত কয়েক মরশুম ধরেই মুম্বই ইন্ডিয়ান্স (mumbai indians) তাদের দলের তারকা ক্রিকেটারদের ধরে রেখেছে। আর সেই কারণেই তারা আইপিএল টুর্নামেন্টে (ipl 2021) নিজেদের আধিপত্য বজায় রাখতে পারছে। দলের ব্যাটিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী। রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (rohit sharma) এবং কুইন্টন ডি'ককের মতো ক্রিকেটার। ওপেনার হিসেবে যদি দরকার পড়ে তাহলে অস্ট্রেলিয়ার ক্রিস লিনও দায়িত্ব সামলাতে পারেন।
পাশাপাশি ক্রমাগত নিজেদের খেলার উন্নতি করা সূর্যকুমার যাদব এবং ইশান কিষান দলের তুরুপের তাস হতে পারেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে সম্প্রতি এই দুজন আন্তর্জাতিক ক্রিকেট দলে পা রেখেছেন। এছাড়া রয়েছেন পান্ডিয়া ভাইয়েরা। হার্দিক এবং ক্রুনাল সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ়ের কায়রন পোলার্ডের উপস্থিতিতে দলের মিডল অর্ডারও যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে।
মুম্বই দলের কাছে মিডল অর্ডারে বেশ কয়েকজন বিগ হিটার রয়েছেন। এটা দলের একটা ভালো দিক। বিশেষ করে চেন্নাই এবং ব্যাঙ্গালোরের রান তাড়া করার জন্য এই বিগ হিটারদের থেকে অনেকটাই সাহায্য পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে পান্ডিয়া ভ্রাতৃদ্বয় এবং পোলার্ডকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে।
স্পিন বিভাগে দূর্বলতা
মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে ভারতীয় ক্রিকেট দলের সর্বশ্রেষ্ঠ জোরে বোলার জসপ্রীত বুমরাহ তাঁদের কাছে রয়েছেন। গত মরশুমে নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট পাওয়ার প্লে চলাকালীন উইকেট শিকার করে নিজের ক্ষমতা প্রমাণ করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার নাথান কুল্টার নাইলও রয়েছেন এই দলে, ফলে মুম্বইয়ের পেস ডিপার্টমেন্ট যে যথেষ্ট শক্তিশালী হবে সেকথা বলা যেতেই পারে। তবে এই দলের দূর্বলতা হল স্পিন ডিপার্টমেন্ট। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে তাঁদের যথেষ্ট সমস্যার মুখে পড়তে হতে পারে।
মুম্বইয়ের কাছে উইকেট শিকারের মতো কোনও স্পিনার নেই। এই দূর্বলতা তাঁদের প্রতিটা পদক্ষেপে অনুভব করতে হবে। বাঁহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া বিপক্ষের রানে হয়ত লাগাম লাগাতে পারবেন, কিন্তু তিনি উইকেট শিকারের ব্যাপারে খুব একটা পারদর্শী নন। এই পরিস্থিতিতে স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব দলের তরুণ ক্রিকেটার রাহুল চহ্বরের কাঁধেই থাকবে। আইপিএল টুর্নামেন্ট থেকেই তিনি উঠে এসেছেন।
এছাড়া অফস্পিনার জয়ন্ত যাদব গত মরশুমে মাত্র দুটো ম্যাচ খেলেছিলেন। এবার তিনি ক'টা ম্যাচ খেলার সুযোগ পান, সেই দিকে তাকিয়ে থাকতে হবে। মুম্বইয়ে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার পীযূষ চাওলা। কিন্তু চহ্বর এবং ক্রুনালের জন্য তাঁকে অধিকাংশ ম্যাচেই বাইরে বসিয়ে রাখতে হয়। চাওলা আইপিএল টুর্নামেন্টে মোট ১৫৬টি উইকেট শিকার করেছেন। এই টুর্নামেন্টে সবথেকে বেশি উইকেট শিকারের তালিকায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন। পোলার্ডও দলের বোলিংয়ে যথেষ্ট যোগ দেন। তাঁকে পঞ্চম কিংবা ষষ্ঠ বোলারের ভূমিকায় দেখা যেতে পারে।
একনজরে মুম্বই ইন্ডিয়ান্স দল :
রোহিত শর্মা (অধিনায়ক), অ্যাডাম মিলনে, আদিত্য তারে, আনমোলপ্রীত সিং, অনুকূল রায়, অর্জুন তেন্দুলকর, ক্রিস লিন, ধবল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া, ইশান কিষান (উইকেটরক্ষক), জেমস নিশাম, জসপ্রীত বুমরাহ, জয়ন্ত যাদব, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, মার্কো জনসন, মহসিন খান, নাথান কুল্টার নাইল, পীযূষ চাওলা, কুইন্টন ডি'কক, রাহুল চহ্বর, সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব, ট্রেন্ট বোল্ট এবং যুধবীর সিং।
কোচ - মাহেলা জয়বর্ধনে