ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) ফাইনাল ম্যাচের আগে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক জমজমাট ক্লোজিং সেরমনির আযোন করা হয়। সমাপ্তী অনুষ্ঠানে পারফর্ম করলেন বলিউড সুপারস্টার রণবীর সিং, সুরকার তথা সঙ্গীতশিল্পী এ আর রহমানসহ অনেকে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত সেই চোখ ধাঁধানো অনুষ্ঠানের ছবি দেখুন।
বলিউড সুপারস্টার রণবীর সিং জমকালো পারফরম্যান্সের মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। ৮৩-র একটি গানে নাচ দিয়ে অনুষ্ঠান শুরু করেন তিনি। তারপর একটানা পনেরো মিনিট পারফর্ম করেন রণবীর। তাঁর এনার্জি ও স্টেপসে স্তব্ধ হয়ে যান উপস্থিত হাজার হাজার দর্শক।
রণবীর সিংয়ের পর পারফর্ম করে সুরকার তথা সঙ্গীতশিল্পী এ আর রহমান। বন্দে মাতরম, জয় হো-সহ বহু গান পরিবেশন করেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহিত চৌহ্বান, নীতি মোহনের মতো তারকারও।
এছাড়াও স্টেডিয়ামে দেখা যায় বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, শিল্পপতি গৌতম আদানি, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এবং আরও অনেক সেলিব্রিটিকে।
আরও পড়ুন - "এখনও জোকার-সুলভ কথা বলছে", দিলীপকে পালটা বাবুলের
অনুষ্ঠানে কমেন্টেটররাও দেশিয় পোশাকে উপস্থিত হন। শেরওয়ানিতে দেখা যায় সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ম্যাথ্যু হেডেন, গ্রেম স্মিথ-সহ অন্যান্য কমেন্টেটরদের।
আরও পড়ুন - ১২ লক্ষ টাকা খরচ করে মানুষ থেকে 'কুকুর' হলেন এই ব্যক্তি, দেখুন Video
এবারের আইপিএল ফাইনাল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। বিসিসিআই আইপিএলের সবচেয়ে বড় টি-শার্ট তৈরি করেছে, যার উপরে আইপিএলের সব দলের লোগো সাঁটানো হয়েছে।
সমাপ্তী অনুষ্ঠানে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনও করা হয়। এই সময়ে স্বাধীনতার পর থেকে ক্রিকেটের সেরা মুহূর্তগুলিকে স্মরণ করা হয়। তাতে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্তও সামিল ছিল।
সমস্ত ছবি সূত্র - IPLT20.COM