Advertisement

খেলা

IPL 2022 Closing Ceremony : রণবীর-রহমানের পারফরম্যান্সে জমজমাট IPL-এর সমাপ্তি অনুষ্ঠান, দেখুন PHOTOS

Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 29 May 2022,
  • Updated 11:28 PM IST
  • 1/8

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) ফাইনাল ম্যাচের আগে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক জমজমাট ক্লোজিং সেরমনির আযোন করা হয়। সমাপ্তী অনুষ্ঠানে পারফর্ম করলেন বলিউড সুপারস্টার রণবীর সিং, সুরকার তথা সঙ্গীতশিল্পী এ আর রহমানসহ অনেকে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত সেই চোখ ধাঁধানো অনুষ্ঠানের ছবি দেখুন। 

  • 2/8

বলিউড সুপারস্টার রণবীর সিং জমকালো পারফরম্যান্সের মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। ৮৩-র একটি গানে নাচ দিয়ে অনুষ্ঠান শুরু করেন তিনি। তারপর একটানা পনেরো মিনিট পারফর্ম করেন রণবীর। তাঁর এনার্জি ও স্টেপসে স্তব্ধ হয়ে যান উপস্থিত হাজার হাজার দর্শক। 


 

  • 3/8

রণবীর সিংয়ের পর পারফর্ম করে সুরকার তথা সঙ্গীতশিল্পী এ আর রহমান। বন্দে মাতরম, জয় হো-সহ বহু গান পরিবেশন করেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহিত চৌহ্বান, নীতি মোহনের মতো তারকারও। 

 

  • 4/8

এছাড়াও স্টেডিয়ামে দেখা যায় বলিউড সুপারস্টার অক্ষয় কুমার, শিল্পপতি গৌতম আদানি, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এবং আরও অনেক সেলিব্রিটিকে। 


আরও পড়ুন - "এখনও জোকার-সুলভ কথা বলছে", দিলীপকে পালটা বাবুলের

  • 5/8

অনুষ্ঠানে কমেন্টেটররাও দেশিয় পোশাকে উপস্থিত হন। শেরওয়ানিতে দেখা যায় সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ম্যাথ্যু হেডেন, গ্রেম স্মিথ-সহ অন্যান্য কমেন্টেটরদের। 

আরও পড়ুন - ১২ লক্ষ টাকা খরচ করে মানুষ থেকে 'কুকুর' হলেন এই ব্যক্তি, দেখুন Video

  • 6/8

এবারের আইপিএল ফাইনাল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। বিসিসিআই আইপিএলের সবচেয়ে বড় টি-শার্ট তৈরি করেছে, যার উপরে আইপিএলের সব দলের লোগো সাঁটানো হয়েছে।

  • 7/8

সমাপ্তী অনুষ্ঠানে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনও করা হয়। এই সময়ে স্বাধীনতার পর থেকে ক্রিকেটের সেরা মুহূর্তগুলিকে স্মরণ করা হয়। তাতে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্তও সামিল ছিল। 

 

  • 8/8

সমস্ত ছবি সূত্র - IPLT20.COM 

Advertisement
Advertisement