Advertisement

খেলা

বিরাটকে ব্যাটিং টিপস দিলেন সাংবাদিক, কি বললেন কোহলি জানেন ?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 29 Aug 2021,
  • Updated 2:30 PM IST
  • 1/14

লিডস টেস্টে পর্যুদস্ত হয়ে হারের সামনা করতে হয়েছে। এবং তারপরই বিরাট কোহলির অধিনায়কত্বে এবং ভারতীয় দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

  • 2/14

বিশেষ করে শেষ ৮ টি উইকেট ৬৩ রানের মধ্যে পড়ে যাওয়ায় দলের মানসিকতা এবং টেস্টে লম্বা ইনিংস খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

  • 3/14

প্রাক্তনীর কাছে তো বটেই, বিভিন্ন সংবাদপত্রে চলছে চুলচেরা বিশ্লেষণ এবং সমালোচনা। প্রথম ইনিংসে ৭৮ রানে গুটিয়ে যাওয়াটাই দলের হারের অন্যতম কারণ বলে মনে করছেন বেশিরভাগ বিশেষজ্ঞ।

  • 4/14

২১৫ রানে ২ উইকেটের পর  ২৭৮ রানে অলআউট হওয়ার পেছনে কোনও রকম ক্রিকেটিয় যুক্তি খুঁজে পাচ্ছেন না ক্রিকেটবোদ্ধারা।

  • 5/14

এই হারের পর বিরাট কোহলির করা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। শনিবার ম্যাচের পরে প্রেস কনফারেন্সে তিনি ভারতীয় ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্নের মুখে পড়েন।

  • 6/14

এক সাংবাদিক বিরাট কোহলিকে জিজ্ঞাসা করেন, ইংল্যান্ডের বোলারদের ফুল লেন্থ বলগুলি প্যাড এ গিয়ে পড়েছিল। এই অবস্থায় ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাকফুটে ফেলতে পারতেন।

  • 7/14

কারণ এই বলে ব্যাটসম্যানরা রান করতে অক্ষম হন। এই পরামর্শ শুনে কোহলি কি বলেছেন জানেন ? এরপর কোহলি দুটি শব্দে তাঁর উত্তর দেন। তিনি বলেন, "ওকে থ্যাংকস।"

  • 8/14

ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে। এমন নয় যে ভারতীয় দল সিরিজ থেকে ছিটকে গিয়েছে, বা ভারতীয় দলের সিরিজ জেতার কোনও রকম সম্ভাবনা নেই।

  • 9/14

বরং সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে ভারতীয় দলের ২-১ সিরিজে এগিয়ে থাকার কথা ছিল। প্রথম ম্যাচের নিশ্চিত জয়ে জল ঢেলে দিয়েছে বৃষ্টি।

  • 10/14

তবে স্বাভাবিকভাবেই যেভাবে তৃতীয় টেস্টে অল্প রানে অলআউট হয়ে গিয়েছে ভারতীয় দল, তাতে দক্ষতা নয়, ভারতীয় দলের অ্যাপ্রোচেই ভুল ছিল বলে মনে করছেন অনেকে।

  • 11/14

প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলির হাত ধরে লড়াইয়ের জায়গায় পৌঁছেছিল।

  • 12/14

কিন্তু চেতেশ্বর পুজারা আউট হওয়ার পর মাত্র ৬৩ রানের মধ্যে বাকি আটটি উইকেট হারিয়ে ফেলে ভারত। যা মেনে নিতে পারছেন না অনেকে।

  • 13/14

একই ম্যাচে দুবার ব্যাটিং কোলাপসের মুখে পড়েছে ভারতীয় দল। যা এক কথায় অভাবনীয়। দ্বিতীয় ইনিংসে ২১৫ থেকে ২৭৮ এ গুটিয়ে যাওয়া মেনে নিতে পারেননি প্রাক্তনীরাও।

  • 14/14

ভারতের সামান্য লড়াইয়ের চেষ্টাতেও জল ঢেলে দেয় টেল এন্ডারদের ব্যর্থতা। জাদেজা ছাড়া আর কেউ বিশেষ করে ঋষভ পন্থ এই সিরিজে এখনও রান পাননি। টেস্ট শুরুর আগে বিরাট কোহলির নিজের বক্তব্যকে মনে করিয়ে দিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনিন্দর সিং জানান বিরাটকে নিজের ঔদ্ধত্য এখন পুকুরে ফেলতে হবে এমনকী পা বাড়িয়ে সামনে খেলার প্রবণতা বন্ধ করতে হবে বলে মনে করছেন তিনি। মনিন্দর সিংকে যদি কারও মনে থাকে তাহলে শেষের দিকে শূণ্য রানে আউট হওয়ার ক্ষেত্রে অগ্রণী ছিলেন তিনি। তাঁর কথা শুনবেন কি বিরাট !

Advertisement
Advertisement