Advertisement

খেলা

মোহনবাগান দিবসে 'খেলা হবে' স্লোগান, বাগুইআটির রং সবুজমেরুন

Aajtak Bangla
  • বাগুইআটি,
  • 29 Jul 2021,
  • Updated 7:23 PM IST
  • 1/6

১৬ অগাস্ট 'খেলা হবে দিবস' (Khela Hobe Diwas) উদযাপিত হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ২৯ জুলাই মোহনবাগান দিবস (Mohun Bagan Dibas)।

  • 2/6

আর এই দুই মিলেমিশে একাকার হয়ে গেল বাগুইআটিতে (Baguiati)। বৃহস্পতিবার বাগুইআটি মেরিনার্সের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

  • 3/6

১০০ ফুটের সবুজমেরুন পতাকায় কার্যত মুড়ে ফেলা হয় বাগুইআটি সংলগ্ন ভিআইপি রোড। কচিকাঁচা থেকে বড়রা, প্রায় প্রত্যেকের গায়েই দেখা যায় সবুজমেরিন জার্সি। বাদ্যযন্ত্র সহকারে কার্যত উৎসবে মেতে ওঠেন তাঁরা।

  • 4/6

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী তথা বিধায়ক অদিতী মুন্সি, ওয়ার্ডের কো-অর্ডিনেটর তাপস চট্টোপাধ্যায়। ছিলেন মোহনবাগানের কয়েকজন ফুটবলারও। শোনা যায় 'খেলা হবে' স্লোগানও।

  • 5/6

সবুজমেরুন কেক কেটে ও মিষ্টি মুখ করে সবাই উদযাপন করেন মোহনবাগান দিবস। পাশাপাশি বিতরণ করা হয় ফুটবলও।  
 

  • 6/6

প্রসঙ্গত ১৯১১ সালে এই দিনেই খালি পায়ে খেলে ইস্ট ইয়র্কশায়র রেজিমেন্টকে ১-২ গোলে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জয় করে মোহনবাগান। 

Advertisement
Advertisement