Advertisement

খেলা

PUBG-কে বড় ধাক্কা! নতুনভাবে লঞ্চের অনুমতি দিচ্ছে না কেন্দ্র

Aajtak Bangla
Aajtak Bangla
  • 11 Dec 2020,
  • Updated 9:28 PM IST
  • 1/6

নতুন ভাবে ভারতে এসেও এখনও লঞ্চের অনুমতি পায়নি PUBG Mobile India। ফলে এই গেমটি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারের তরফ থেকে কোনও সবুজ সংকেত দেওয়া হচ্ছে না।  (সব ছবি- প্রতীকী)

  • 2/6

Indiesport নামে এক ওয়েবসাইটের খবর অনুযায়ী, কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এখনও PUBG-র বিষয়ে কোনও আগ্রহ দেখায়নি। ফলে পাবজি নতুন ভাবে লঞ্চ করার কোনও অনুমতি পাওয়া যায়নি।

  • 3/6

ওই ওয়েবসাইটে বলা হয়েছে, কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের এক আধিকারিক তাদের জানিয়েছে, নিষেধাজ্ঞা মানে এই নয় যে, নতুন একটি কোম্পানি খুলে আবার অনুমতি চাইতে আসবে। 

  • 4/6

প্রায় মাসখানেক আগে PUBG ভারতের নতুন ভাবে ফেরার কথা ঘোষণা করেছিল। ইতিমধ্যে প্রি রেজিস্টেশন শুরু হয়ে গিয়েছে। 
 

  • 5/6

ভারতের পুনরায় ফেরার জন্য প্রচুর পরিবর্তন করেছে PUBG।  চিনা সংস্থার হাত পরিচালনা দায়িত্ব সরিয়ে সম্পূর্ণ ভারতীয় সংস্থার হাতে দিয়েছেন তারা। সেইসঙ্গে গেমটিও ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।

  • 6/6

গতমাসে পাবজির আগমনের খবর অনেকটাই খুশির হাওয়া ছড়িয়েছিল ভারতীয় গেমারদের মধ্যে। কিন্তু বর্তমানে যা অবস্থায় কেন্দ্র এখনও এই বিষয়ে কোনও সবুজ সংকেত দিতে রাজি হচ্ছে না। ফলে পুরো বিষয়টি ঘিরে জটিলতা অব্যাহত

Advertisement
Advertisement