ইতিমধ্যেই করোনার ভয়ে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর সেইসঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়েও তৈরি হয়েছে পিছিয়ে পড়ার সম্ভাবনা। আর সেটা ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের ফলাফলের উপরেই নির্ভর করছে। আপাতত অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৬৯.২ শতাংশ এবং ৩৩২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৮ থেকে ২২ জুন লর্ডসের ঐতিহাসিক মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে।
দেশের মাটিতে ভারতের কাছে পরাজয়ের পর অস্ট্রেলিয়ার প্রত্যাশায় সবথেকে বড় ধাক্কা লেগেছে। চার ম্যাচের এই সিরিজ়ে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়াকে তিনটে টেস্ট ম্যাচের সিরিজ় খেলতে হত। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকার জন্য অন্তত দুটো ম্যাচ তাদের জিততেই হত।
এখন যখন ক্রিকেট অস্ট্রেলিয়া এই সফরই বাতিল করে দিয়েছে, সেই জায়গা থেকে দলের প্রত্যাশায় যথেষ্ট ধাক্কা লেগেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অস্ট্রেলিয়ার এটা শেষ টেস্ট সিরিজ় ছিল। এবার তাদের ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। সেইসঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ভগবানের কাছে প্রার্থনাও করতে হবে।