Advertisement

খেলা

Rohit Sharma Lifestyle and House: ২০০ কোটি টাকা, দেড় কোটির BMW-র মালিক রোহিত, জানুন তাঁর সম্পত্তি কত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2022,
  • Updated 4:51 PM IST
  • 1/10

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্টের হোম সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট দলের নেতৃত্বও রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে। এখন তিন ফরম্যাটেই ভারতীয় দলের বস হয়েছেন রোহিত। 

  • 2/10

রোহিত শর্মা বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি ওয়ানডেতে তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন রোহিত। এটিও একটি বিশ্ব রেকর্ড।
 

  • 3/10

রোহিত শর্মা তাঁর লাইফস্টাইলের মাধ্যমে মাঠের বাইরে কোটি কোটি ভক্তকে মাতিয়ে রেখেছেন। রোহিতের বরাবরই দামি গাড়ির শখ। তবে তিনি পরিবার নিয়ে সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। এর অনেক ভিডিও ছবি বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
 

  • 4/10

বর্তমানে রোহিত শর্মার মোট সম্পদ ২০০ কোটির বেশি। গত বছর অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত, রোহিতের মোট সম্পদ ছিল ১৬০ কোটি টাকার বেশি। আইপিএলের মুম্বাই ফ্র্যাঞ্চাইজি ১৬ কোটি টাকায় রোহিতকে ধরে রেখেছে।
 

  • 5/10

রোহিত শর্মারও দামি গাড়ির শখ রয়েছে। তার কাছে BMW 5M সিরিজের একটি গাড়ি রয়েছে। এর দাম ১ কোটি ৬০ লক্ষ টাকার বেশি। এছাড়াও রোহিতের একটি মার্সিডিজ, অডি, স্কোডা লরা, টয়োটা ফরচুন এবং আরও একটি গাড়ি রয়েছে।

  • 6/10

রোহিত শর্মার মুম্বাইয়ের ওরলিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটি আহুজা টাওয়ার বিল্ডিংয়ের ২৯ তলায়, যার দাম প্রায় ৩০ কোটি টাকা। ফ্ল্যাটটি ৬ হাজার বর্গফুট।

  • 7/10

ইংল্যান্ডের গায়িকা সোফিয়া হায়াতের সঙ্গেও রোহিত শর্মার সম্পর্ক ছিল। তবে তিনি ঋত্বিকা সাজদেহকে বিয়ে করেছেন। ১৩ ডিসেম্বর ২০১৫ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের একটি মেয়েও রয়েছে, যার নাম আদরা শর্মা।

  • 8/10

ওপেনার রোহিত শর্মার বড় কীর্তি হল তাঁর অধিনায়কত্বে সবচেয়ে বেশিবার আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স ট্রফি জিতেছে। এবারও মুম্বাই দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে রোহিতকে। মুম্বাই ফ্র্যাঞ্চাইজি তাঁকে ধরে রেখেছে।
 

  • 9/10

২৩০ টি একদিনের ম্যাচে ৯২৮৩ রান করেছেন রোহিত। গড় ৪৮.৬। ১২১ টি টি২০ ম্যাচে ৩২৫৬ রান করেছেন ভারত অধিনায়ক। চারটি শতরান রয়েছে তাঁর। 

  • 10/10

টেস্টে ৪৩ ম্য্যাচে ৩০৪৭ রান করেছেন রোহিত। ৮টি শতরান ও ১৪ টি অর্ধ শতরান রয়েছে তাঁর। 

Advertisement
Advertisement