Advertisement

খেলা

Shoaib Akhtar : 'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Oct 2021,
  • Updated 3:06 PM IST
  • 1/9

Shoaib Akhtar: টি 20 বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই শিরোনামে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। বিশেষ করে ভারতকে হারানোর পর পাকিস্তানের স্টার ক্রিকেটারদের টেলিভিশনের টক শোতে দেখা যাচ্ছে। শোয়েব আখতারও তাঁদের মধ্যে অন্যতম। 

 

  • 2/9

আর এই টিভি শো ঘিরেই বিতর্কে জড়ালেন শোয়ের আখতার। পাকিস্তানের একটি জনপ্রিয় চ্যানেলে টক শো-তে অংশ নিয়েছিলেন শোয়েব। সেখান থেকে তিনি বেরিয়ে চলে আসেন।

  • 3/9

তিনি অভিযোগ করেন, ওই টকশোতে তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল তা আসলে কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সেই কারণে অনুষ্ঠানের মাঝপথেই তিনি চলে আসেন। 

  • 4/9

ওই অনুষ্ঠানে ভিভ রিচার্ড-সহ পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ছিলেন। ম্যাচ নিয়ে টক শো চলছিল। শোটির সঞ্চালনা করছিলেন নোমান নিয়াজ। তিনি শোয়েব আখতারকে এমন কিছু বলেন যা শুনে পাকিস্তানের ওই প্রাক্তন তারকা অপমানিত বোধ করেন। 

  • 5/9

আসলে শো চলাকালীন পাকিস্তানের ক্রিকেট নিয়ে বলছিলেন আখতার। তখন ওই সঞ্চালক তাঁকে বলেন, 'আপনি বোধহয় ওভারস্মার্ট হওয়ার চেষ্টা করছেন। চাইলে এই শো ছেড়ে চলে যেতে পারেন।' 

  • 6/9

শোয়েবের অভিযোগ এতেই অপমানিত বোধ করেন তিনি। তারপর লাইভ অনুষ্ঠান ছেড়ে চলে আসেন। তিনি বলেন, 'আমি পিটিভি থেকে ইস্তফা দিচ্ছি। আমি মনে করি, এখানে থাকার কোনও মানে নেই।' 

  • 7/9

এরপর ফের টুইটবার্তায় শোয়েব জানান, তাঁকে অপমান করার জন্য ওই শোয়ের সঞ্চালককে তিনি ক্ষমা চাইতে বলেছিলেন। তবে তিনি তা করেননি। এতে তিনি অপমানিত বোধ করেছেন।

  • 8/9

শোয়ের আরও বলেন, 'প্যানেলে অনেক বিদেশি খেলোয়াড় ছিলেন। তাঁদের সামনে আমাকে অপমান করা হল। এতে দেশের ভাবমূর্তি .নষ্ট হল।' 

  • 9/9

এদিকে গোটা ঘটনা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোরচর্চা। 

Advertisement
Advertisement