Advertisement

খেলা

IPL 2022: নেটে ব্যর্থ, কিন্তু মাঠে কামিন্সের পারফর্ম্যান্সে অবাক শ্রেয়াস, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2022,
  • Updated 3:49 PM IST
  • 1/10

অস্ট্রেলিয়ার হয়ে সিরিজ খেলার পর, ফাস্ট বোলার প্যাট কামিন্স, আইপিএলে (IPL 2022) প্রত্যাবর্তন করেছেন। তিনি আসার সঙ্গে সঙ্গেই আলোড়ন ফেলে দিয়েছেন। 

  • 2/10

চলতি মরশুমের প্রথম ম্যাচেই বড় রেকর্ড গড়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং মালিক শাহরুখ খান সকলেই মুগ্ধ কামিন্সের ইনিংস দেখে। 

  • 3/10

আসলে, প্যাট কামিন্স KKR-এর হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে তাঁর প্রথম ম্যাচে খেলেছিলেন এবং ১৪ বলে দ্রুত হাফ সেঞ্চুরি করেছিলেন। এইভাবে, তিনি আইপিএলে দ্রুততম ৫০ করেছেন। এর আগে কেএল রাহুলও ১৪ বলে ৫০ করেছিলেন। 

  • 4/10

ম্যাচের পর কেকেআর দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন- এটি একটি অসাধারণ ইনিংস ছিল। আমি বিশ্বাস করতে পারছি না কামিন্স, এভাবে বল মারবে কারণ গতকাল (ম্যাচের আগের দিন) নেট অনুশীলনে সে বারবার ক্লিন বোল্ড হচ্ছিল। 

  • 5/10

শ্রেয়াস বলেছেন, ''আমি কামিন্সের পাশে ব্যাটিং অনুশীলন করছিলাম। ম্যাচের টাইম আউটের সময় ভেঙ্কটেশ আইয়ার এবং প্যাট কামিন্সকে নিয়ে কিছু পরিকল্পনা করা হয়েছিল।'' 

  • 6/10

শ্রেয়াস আরও বলেন, ''টাইম আউটের সময় ভেঙ্কটেশ ও কামিন্স দুইজনেরই বল লম্বা হিট করার ক্ষমতা আছে। আমাদের টপ অর্ডার ব্যাটারদের মতো দায়িত্ব নিতে হবে। দুই ইনিংসেই পাওয়ারপ্লেতে পিচ চমৎকার ছিল।

  • 7/10

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই দল ৪ উইকেটে ১৬১ রান করে। জবাবে কলকাতা দল ১৬ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে ম্যাচ জিতে নেয়। ম্যাচে তিন জন ব্যাটার ৫০ করেন।  ফিফটি। মুম্বইয়ের হয়ে সূর্যকুমার যাদব, কেকেআরের হয়ে প্যাট কামিন্স ও ভেঙ্কটেশ আইয়ার হাফ সেঞ্চুরি করেছেন। 

  • 8/10

ড্যানিয়েল সামসের এক ওভারে ৩৫ রান নেন প্যাট মিন্স। ওভারে চারটি ছক্কা হাঁকান। 

  • 9/10

কেকেআর দলের মালিক শাহরুখ খানও প্যাট কামিন্সের ইনিংসের মুগ্ধ হয়েছেন। তিনি টুইটারে একটি পোস্ট শেয়ার করে দলকে একটি বার্তা দিয়েছেন এবং বলেছেন যে তিনিও আন্দ্রে রাসেলের মত নাচতে চান এবং কামিন্সকে জড়িয়ে ধরতে চান।  

  • 10/10

গত মরশুমে প্যাট কামিন্সকেও কেকেআরের হয়ে খেলতে দেখা গেছে। এবার তাঁকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। এর পরে, কলকাতা ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামে প্যাট কামিন্সকে কিনতে ৭.২৫ কোটি টাকা দিয়ে বিড করেছিল। 

Advertisement
Advertisement