মারিয়া শারাপোভা অন্যতম টেনিস সুন্দরী হিসাবে গণ্য করা হয় টেনিস সার্কিটে। খেলাধুলোর জগতে তাঁর খেলার দক্ষতার পাশাপাশি তাঁর রুপ নিয়েও অনেকেই চর্চা করেন বিশ্ব দরবারে। তিনি ইতিমধ্যেই একাধিক গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছেন।
মারিয়া কোর্টে নিজের ছাপ ফেলেছেন। একই সঙ্গে এক সময় প্রতিপক্ষ খেলোয়াড় তাঁর বিরুদ্ধে নামতে ভয় পেত। কারণ তাঁর ব্যাকহ্যান্ড থেকে ফোরহ্যান্ড দুরন্ত ছন্দে টেনিস কোর্টে থাকতেন এই মহিলা টেনিস তারকা। তাঁকে বিভিন্ন সময় কোর্টের বাইরেও দেখা গিয়েছে ফটোশুট ও বিভিন্ন বিষয়ে।
রাশিয়ার অন্যতম টেনিস খেলোয়াড় মারিয়া কিরিলেঙ্কো। ২০১০ সালে অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যামে নিজের ছাপ ফেলেছিলেন এই তারকা খেলোয়াড়।
ভারতের টেনিস সুন্দরী হিসাবে গণ্য করা হয় সানিয়া মির্জাকে। তিনি ভারতের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। এই ভারতীয় প্রশংসা পেয়েছেন নিজের টেনিসের কীর্তির জন্য।
সানিয়া নিজের কেরিয়ার শুরু করেছিলেন ২০০৩ সালে। সেখান থেকে এখনও পর্যন্ত নিজের দীর্ঘ টেনিস কেরিয়ার চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে কোর্টের বাইরেও বহু পুরুষের মন কেড়েছেন এই ভারতের টেনিস সুন্দরী।
২০০৪ সালে সানিয়া মির্জা অর্জুন পুরস্কার পেয়েছিলেন ভারত সরকারের দ্বারা। ফোরহ্যান্ড গ্রাউন্ড স্ট্রোকের জন্য বিখ্যাত এই টেনিস খেলোয়াড়। তাঁর বিবাহিত জীবন নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল কারণ তিনি পাকিস্তানের শোয়েব মালিককে বিয়ে করেছিলেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ও মহিলা টেনিসে অন্যতম সেরা হলেন সেরেনা উইলিয়ামস। দুরন্ত ছন্দে কোর্টে বিভিন্ন সময় দেখা গিয়েছে তাঁকে। একই সঙ্গে মহিলা টেনিস সার্কিটে সর্বোচ্চ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা।
সেরেনা উইলিয়ামসের সঙ্গে নজর কেড়েছেন তাঁর বোন ভেনাস উইলিয়ামসও। যুক্তরাষ্ট্রের এই টেনিস খেলোয়াড় বহুবার টেনিস মহিলা ডাব্লুটিএ ব়্যাঙ্কিংয়ে ১ ও ২ নম্বর পজিশনে এসেছেন।
প্রাক্তন বিশ্ব ১ নম্বর খেলায়াড় মনিকা সেলেস। এই তারকা ছাপ ফেলেছেন টেনিস সার্কিটে কারণ তাঁর দখলে রয়েছে ৯টি গ্র্যান্ড স্ল্যাম।
স্টেফেন মারিয়া গ্রাফ! দুরন্ত টেনিস খেলোয়াড়ের পাশাপাশি তিনি অন্যতম সুন্দরী অ্যাথলিটদের মধ্যে একজন ছিলেন। নিজের কেরিয়ারে এক নম্বরে থাকার পাশাপাশি সব ৪টি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন তিনি।
সারবিয়াক নোভাক জকোভিচ অন্যতম সেরা টেনিস তারকা এই মুহূর্তে। তাঁর সঙ্গে সারবিয়ার এই প্রাক্তন মহিলা খেলোয়াড়ও অতীতে ছাপ ফেলেছেন টেনিস জতগে। অ্যানা ইভানোভিক ছিলেন বিশ্বের অন্যতম এক নম্বর টেনিস তারকা।
অ্যানা ইভানোভিক ছিলেন প্রাক্তন টেনিস খেলোয়াড় যিনি ডাব্লুটিএ ব়্যাঙ্কিংয়ের এক সময় শীর্ষে ছিলেন। একই সঙ্গে ৪১তম খেলোয়াড় ছিলেন তিনি।
অ্যানা ইভানোভিক ২০০৮ সালের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতেছিলেন অ্যানা। একই সঙ্গে দুবার রানার আপ পজিশনেও শেষ করেছিলেন। ইতিমধ্যেই বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন তিনি।
অ্যাশলে হার্লরোড আমেরিকার অন্যতম সেরা টেনিস খেলোয়াড় ছিলেন। কেরিয়ারে তাঁর সর্বোচ্চ ব়্যাঙ্কিং ছিল ৩৯। প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে বোল্ড ফটোশুটে যোগ দিয়েছিলেন এই মহিলা টেনিস তারকা।
ড্যানিয়াল হান্টুকোভা! প্রাক্তন এই টেনিস খেলোয়াড় স্লোভাকিয়ার অন্যতম সেরা টেনিস খেলোয়াড় ছিলেন। বেশ কিছু বছর বিশ্ব টেনিস সার্কিটে দেখা গিয়েছে তাঁকে।
জেলেনা ডোকি অস্ট্রেলিয়ার টেনিস খেলোয়াড়। তবে তিনি খেলেছেন দীর্ঘদিন সারবিয়ার হয়ে। কেরিয়ারে সেরা ব়্যাঙ্কিং ছিল ৪।