Advertisement

টেক

Google Maps-এর এই ফিচার ধরিয়ে দিল ইটালির মাফিয়াকে, বিশ সাল বাদ

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 09 Jan 2022,
  • Updated 8:22 AM IST
  • 1/10

Google Maps: গুগল ম্যাপস (Google Maps) দিয়ে আমরা বিভিন্ন জায়গায় সহজে পৌঁছে যেতে পারি। কোন রাস্তা দিয়ে গেলে সহজে পৌঁছে যাওয়া যাবে, তা বলে দেয়। 

আরও পড়ুন: কাঁচা বাদাম গানে মুগ্ধ The Kiffness, ভুবনের সঙ্গে কাজ করতে চান
 

  • 2/10

তবে এটি আরও একটু কাজে লেগেছে। আর তা হল ২০ বছর ধরে ফেরার এক অপরাধীকে ধরতে পারা গিয়েছে গুগল ম্যাপস (Google Maps)-এর সাহায্যে।

আরও পড়ুন: শীতের ইমিউনিটি বুস্টার নলেন গুড়-তিলের নাড়ু, রয়েছে আরও ফায়দা

  • 3/10

যে সে অপরাধী নয়, এক টপ মাফিয়া ডন। এটা স্পেনের ঘটনা। ইটালির পুলিশ ২০ বছর ধরে ফেরার এক মাফিয়া ডনের হদিশ পেয়েছে। আর এ জন্য পুলিশ গুগল ম্যাপস (Google Maps)-কে ধন্যবাদ দিয়েছে।

আরও পড়ুন: সাদা মনোকিনিতে Ananya Pandey, কার 'জালে' ধরা দিলেন!

  • 4/10

এ নিয়ে সংবাদসংস্থা রয়টার্স একটি খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, দু'বছর ধরে তদন্ত চলেছে। আর তারপর ৬১ বছরের মাফিয়া গিয়োচ্চিন্নো গ্যাম্মিনোকে ধরতে পেরেছে পুলিশ। 

আরও পড়ুন: রাত-বিরেতে ঘুঙুরের শব্দ, ধূপধুনোর গন্ধও, শান্তিপুরের সেই বাড়িতে যাবেন?

  • 5/10

তাকে স্পেনের গ্যালাপাগর থেকে ধরা হয়েছে। সেখানে ভুয়ো পরিচয়ে থাকছিল সে। 

আরও পড়ুন: তেতোর অনেক গুণ, হিসেব মতো না খেলেই ভয়ঙ্কর বিপদ

  • 6/10

সেখানে গুগল ম্যাপস (Google Maps) স্ট্রিট ভিউ ফিচার (Street View Feature)-এর সাহায্য় নিয়েছে। গুগুল ম্যাপসের স্ট্রিট ভিউ পুলিশের নজরে আসে। 

আরও পড়ুন: এক চার্জেই কলকাতা থেকে গঙ্গাসাগর, কামাল মহিন্দ্রা Treo-র

  • 7/10

এক ফলের দোকানে দাঁড়ানো এক ব্যক্তিকে মাফিয়া গিয়োচ্চিন্নো গ্যাম্মিনো বলে মনে হয়। 

  • 8/10

আর তারপর তদন্ত শুরু হয়। ২০০২ সাল থেকে সে ফেরার। পুলিশ তখন থেকে চেষ্টা করছে তাকে ধরার। 

 

  • 9/10

খুনের দায়ে তার আজীবন জেলের সাজা হয়েছিল। 

  • 10/10

গুগল ম্যাপসে (Google Maps)-এর স্ট্রিট ভিউ (Street View Feature) এমন একটা ফিচার যেখানে আপনি কোনও এলাকা থ্রিডি-তে দেখতে পাবেন। সে জন্য গুগল ওই জায়গার ভিডিওগ্রাফি করে। আর সে সময়ই ওই মাফিয়ার ছবি ধরা পড়ে যায়। 

Advertisement
Advertisement