Advertisement

টেক

iphone 17 Price : কাল থেকে শুরু হচ্ছে iPhone 17 সিরিজের ফোন, কোন স্টোর কত টাকা ছাড় দিচ্ছে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 18 Sep 2025,
  • Updated 7:59 PM IST
  • 1/8

ভারতে 17 সিরিজের একাধিক আইফোন (Apple iPhone 17 Series) লঞ্চ হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে এই ফোন কেনা যাবে। ১২ সেপ্টেম্বর থেকে প্রিবুকিং শুরু হয়েছে। প্রতিবেদনে প্রকাশ, প্রিবুকিং ভালো সাড়া ফেলে দিয়েছে। 
 

  • 2/8

খুচরো বিক্রেতারা ১৭ সিরিজের ফোন বিক্রির জন্য একাধিক অফার ঘোষণা করেছে। ব্যাঙ্কের তরফেও দেওয়া হয়েছে একাধিক অফার। মিলছে ডিসকাউন্টও। কোন ফোনে কেমন ডিসকাউন্ট, আসুন জেনে নিই। 
 

  • 3/8

যেমন ক্রোমা (croma) আইফোন ১৭ সিরিজে ৬ হাজার টাকার ছাড় দিচ্ছে। গ্রাহকরা কোনও EMI ছাড়া এই ছাড় পাবেন। তবে এই অফারটি মাত্র ৬ মাসের জন্য বৈধ। এই অফারটি সমস্ত ক্রোমা স্টোরে উপলব্ধ। 
 

  • 4/8

রিলায়েন্স ডিজিটালও আইফোন ১৭ সিরিজেও ছাড় দিচ্ছে। এখান থেকে ফোন কিনলে ব্যাঙ্কে ছাড়, ক্যাশব্যাক এবং অন্যান্য অফার পাবেন। তবে অনলাইন এবং অফলাইন, উভয় ক্ষেত্রেই ছাড় পাবেন। 
 

  • 5/8

বিজয় সেলস আইফোন ১৭ তেও ৬,০০০ টাকা ছাড় দিচ্ছে। এই অফারটি ২৫৬ জিবি স্টোরেজেও পাওয়া যাবে। ১৭ প্রো ফোনের ক্ষেত্রে ৪,০০০ টাকা ছাড় দিচ্ছে।  বিজয় সেলস থেকে ৪,৪৭১ টাকা মাসিক ইএমআই দিয়ে ফোনটি কেনা যাবে। ২৪ মাস পর্যন্ত ইএমআই অপশন পাওয়া যাবে।
 

  • 6/8

ইনগ্রাম মাইক্রো ইন্ডিয়া থেকেও আইফোন ১৭ কিনতে পারেন। এতে ২৪ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন রয়েছে। সঙ্গে দিচ্ছে ৭,০০০ টাকা পর্যন্ত। রয়েছে এক্সচেঞ্জ অফারও। এখানেও আইফোন ১৭ তে ৬,০০০ টাকা ছাড় পাবেন।
 

  • 7/8

এছাড়াও, Apple Watch Ultra ৩ এ ৩ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। Watch Series 11-এ আড়াই হাজার, Watch SE 3 তে ২০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। নো-কস্ট EMI অপশনও থাকছে। 
 

  • 8/8

iPhone 17 সিরিজটি ৮২৯০০ টাকা থেকে শুরু করে দামে লঞ্চ করা হয়েছে। iPhone Air ১,১৯,৯০০ টাকা থেকে শুরু। iPhone 17 Pro ১ লাখ ৩৫ হাজার টাকা থেকে শুরু সেখানে Pro Max দাম প্রায় দেড় লাখ টাকা। 
 

Advertisement
Advertisement