Advertisement

টেক

Shweta মাইক অন করে এখন ভাইরাল, জানুন zoom কলে কীভাবে বন্ধ রাখবেন অডিও

Aajtak Bangla
  • 19 Feb 2021,
  • Updated 10:07 PM IST
  • 1/5

ইন্টারনেটে এখন ভাইরাল শ্বেতার অন্তরঙ্গ কথোপকথন। জুম মিটিংয়ে মাইক অন করেই শ্বেতা তাঁর বান্ধবীর কাছে ফোনে অপর এক বন্ধুর বিষয়ে গোপনীয় কথাবার্তা বলেছিলেন। সেই কথোপকথন ওই জুম মিটিংয়ে থাকা ১১১ জন শুনে নেন। তাদের মধ্যে কেউ একজন রেকর্ড করে তা ভাইরাল করে দেন। এমন ঘটনা যাতে আপনার সঙ্গে না হয়, তার জন্য থাকুন সাবধানে। জেনে নিন কীভাবে জুম মিটিংয়ের সময়ে মাইক অফ রাখতে হয়। 
 

  • 2/5

উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীরা প্রথমে জুম কলে সাইন ইন করুন। এর পরে আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করুন এবং সেখান থেকে সেটিংসের মেনুতে যান। যদি কোনও ম্যাক ব্যবহারকারী জুম থেকে সাইন আউট হয়ে থাকেন তবে তাদের উপরের বারে zoom.us অপশনে ক্লিক করতে হবে। এর পরে  প্রেফারেন্স অপশনে ক্লিক করুন। উইন্ডোজ ব্যবহারকারী যদি সাইন আউট হয়ে যান তবে টাস্ক বারে গিয়ে জুম আইকনে ক্লিক করুন। সেখানে সেটিং অপশনে যেতে পারবেন।

  • 3/5

সেটিংসে গিয়ে অডিং সেটিংসে যান। আপনি যদি কোনও জুম মিটিংয়ের আগেই আপনার মাইক অফ রাখতে চান,  তাহলে Always mute microphone when joining meeting অপশনে ক্লিক করুন। একই ভাবে যদি আপনি সবসময়ে ভিডিও বন্ধ রাখতে চান তাহলে ভিডিও সেটিংসে গিয়ে Turn off my video when joining meeting অপশনে ক্লিক করুন।

  • 4/5

এর পাশাপাশি কোনও মিটিং জয়েন করার সময়ে ভিডিও এবং অডিও অফ করার অপশন থাকে। সেগুলো আপনি সেই সময়ে চাইলে বন্ধ রাখতে পারেন। 

  • 5/5

অ্যান্ড্রয়েড ও IOS-এ মিটিংয়ের আগে অডিও এবং ভিডিও বন্ধ রাখতে চাইলে সেটিংসে গিয়ে ডিফল্ট অফ অপশনে ক্লিক করুন। এভাবে মিটিংয়ের আগেই আপনার অডিও এবং ভিডিও বন্ধ থাকবে।

Advertisement
Advertisement