Advertisement

ইউটিলিটি

LPG Price Hike: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! ৪৩ টাকা দামি হল সিলিন্ডার

Aajtak Bangla
  • 01 Oct 2021,
  • Updated 1:47 PM IST
  • 1/8

পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে নাজেহাল মধ্যবিত্তের জীবন। অক্টোবরের প্রথম দিনই সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ফের বেড়েছে।

  • 2/8

গত ১ অগাস্ট মধ্যরাত থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৭৩ টাকা ৫০ পয়সা করে বেড়েছিল। পরে ১৭ অগাস্টে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ২৫ টাকা।

  • 3/8

সেপ্টেম্বরের পয়লা তারিখ থেকে ফের ২৫ টাকা বাড়ে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম। ওদিকে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দামও ১ সেপ্টেম্বর থেকে ২৫ টাকা বেড়েছিল। এ মাসের পয়লা তারিখ থেকে ফের ৪৩ টাকা বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। যদিও আজ বাড়েনি ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।

  • 4/8

গত ১৭ অগাস্ট ২৫ টাকা বেড়ছিল ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম। ১ সেপ্টেম্বর থেকে ফের ২৫ টাকা বাড়ে ভর্তুকিহীন ডমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম। তবে এ মাসে আপাতত দাম অপরিবর্তিতই রাখা হয়েছে রান্নার গ্যাসের ভর্তুকিহীন ডমেস্টিক সিলিন্ডারের। চলুন এ বার এক নজরে দেখে নেওয়া যাক দেশের কোন শহরে আজ থেকে কত হল ভর্তুকিহীন ডমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম...

  • 5/8

দেশের রাজধানী শহর দিল্লি আর দেশের বাণিজ্যনগরী মুম্বইতে ভর্তুকিহীন ডমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১ সেপ্টেম্বর থেকে ২৫ টাকা বেড়ে ৮৮৪ টাকা ৫০ পয়সা হয়েছিল যা এ মাসেও অপরিবর্তিত রয়েছে।

  • 6/8

ভুবনেশ্বর আর কলকাতায় ভর্তুকিহীন ডমেস্টিক LPG সিলিন্ডারের দাম ১ সেপ্টেম্বর থেকে ২৫ টাকা বেড়ে ৯১১ টাকা হয়েছিল, দাম এ মাসেও অপরিবর্তিত রয়েছে।

  • 7/8

চেন্নাইতে ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১ সেপ্টেম্বর থেকে ২৫ টাকা বেড়ে ৯০০ টাকা ৫০ পয়সা হয়েছিল। ভোপালে ১ সেপ্টেম্বর থেকে ডমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৯০ টাকা ৫০ পয়সা। দাম এ মাসেও অপরিবর্তিত রয়েছে।

  • 8/8

উত্তরপ্রদেশের লখনউতে ১ সেপ্টেম্বর থেকে ২৫ টাকা দাম বাড়ার পর ভর্তুকিহীন ডমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯২২ টাকা ৫০ পয়সা হয়েছিল। পাশাপাশি আহমেদাবাদে ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৮৯১ টাকা ৫০ পয়সা, যা এ মাসেও অপরিবর্তিত রয়েছে।

Advertisement
Advertisement