Advertisement

ইউটিলিটি

LPG Price Hike: সাড়ে ৭৩ টাকা বেড়েছে ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম! জানুন রান্নার গ্যাসের নতুন দাম

Aajtak Bangla
  • 02 Aug 2021,
  • Updated 10:56 AM IST
  • 1/8

পেট্রোল-ডিজেলের দাম উর্ধ্বমুখী। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে নাজেহাল মধ্যবিত্তের জীবন। জুলাইয়ের প্রথম দিনই সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ফের বেড়েছে।

  • 2/8

দেশের তিন বৃহত্তম জ্বালানি সরবরাহ সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এবং ভারত পেট্রোলিয়াম সম্মিলিত ভাবে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার মধ্যরাত থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৭৩ টাকা ৫০ পয়সা করে বেড়েছে।

  • 3/8

গত ডিসেম্বর মাসে ১০০ টাকা বাড়ার পর জানুয়ারি মাসে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে ফেব্রুয়ারিতে তিন বারে মোট ১০০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম।

  • 4/8

ফেব্রুয়ারিতে মোট ১০০ টাকা বেড়েছিল ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম। মার্চের শুরুতেই এক লাফে আরও ২৫ টাকা ফের বাড়ে ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম।

  • 5/8

এপ্রিলে ১০ টাকা কমেছিল LPG সিলিন্ডারের দাম। তার পর মে, জুনে LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিতই ছিল। চলুন জেনে নেওয়া যাক দেশের কোথায় আজ কত যাচ্ছে ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম...

  • 6/8

দেশের রাজধানী শহর দিল্লিতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের নতুন দাম ৮৩৪ টাকা ৫০ পয়সা। ভুবনেশ্বর আর কলকাতায় ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ৮৬১ টাকা।

  • 7/8

দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে ভর্তুকিহীন ডোমেস্টিক LPG সিলিন্ডারের নতুন দাম ৮৩৪ টাকা ৫০ পয়সা, চেন্নাইতে এই দাম ৮৫০ টাকা ৫০ পয়সা।

  • 8/8

উত্তরপ্রদেশের লখনউতে ভর্তুকিহীন ডোমেস্টিক রান্নার গ্যাসের পরিবর্তিত দাম ৮৭২ টাকা ৫০ পয়সা আর গুজরাটের আহমেদাবাদে LPG সিলিন্ডারের দাম ৮৪১ টাকা ৫০ পয়সা।

Advertisement
Advertisement