নভেম্বরে উৎসবের মরসুম যখন তুঙ্গে তখন ছুটিছাটাও রয়েছে বিভিন্ন দফতরে! এ মাসে ছটপুজো, ধনতেরাস, দীপাবলী, ভাইফোঁটা আর গুরু নানক জয়ন্তী— সব কিছুই রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, নভেম্বর মাসে দেশের বিভিন্ন প্রান্তের নানা পার্বন মিলিয়ে মোট ১৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়। এই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে এই তালিকায়।
রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে এ সপ্তাহেরই ৫ দিন! চলুন জেনে নেওয়া যাক, কোন কোন দিন কোন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে...
এ মাসের ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বরে ব্যাঙ্কের ঘোষিত ছুটি (Bank Holidays) রয়েছে ১১টি। বাকি ৬ দিন শনি ও রবিবারের ছুটি। এ মাসের ১৭ দিন ছুটির মধ্যে পাঁচ দিনই পড়েছে এই সপ্তাহে।
রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, নভেম্বরের ১, ৩, ৪, ৫, ৬, ১০, ১১, ১২, ১৯, ২২ এবং ২৩ তারিখ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও রয়েছে ৪টি রবিবার আর দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি।
১ নভেম্বরে কন্নড় রাজ্যোৎসব / কুট উপলক্ষে বেঙ্গালুরু এবং ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ৩ নভেম্বরে নরক চতুর্দশী উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ৪ নভেম্বরে দীপাবলি, কালী পূজা উপলক্ষে ব্যাঙ্গালোর ছাড়া দেশের সমস্ত শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ নভেম্বরে আমেদাবাদ, বেলাপুর, ব্যাঙ্গালোর, দেরাদুন, গ্যাংটক, জয়পুর, কানপুর, লখনউ, মুম্বাই এবং নাগপুরে দীপাবলি (বালি প্রতিপদ) / বিক্রম সম্বন্ত নববর্ষ দিবস / গোবর্ধন পূজা উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
৬ নভেম্বরে ভাই দুজ/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মী পূজা/দীপাবলি/নিঙ্গোল চাক্কুবা উপলক্ষে গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনউ এবং সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এছাড়াও ৭ নভেম্বরে রবিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।