Advertisement

ইউটিলিটি

OTP-Based ATM Withdrawal: ATM থেকে টাকা তুলতে শুধু চার অঙ্কের পিন নয়, এবার লাগবে OTP!

Aajtak Bangla
  • 02 Nov 2021,
  • Updated 2:05 PM IST
  • 1/8

সাম্প্রতিককালে ATM জালিয়াতির ঘটনা অনেক বেড়ে গিয়েছে। জালিয়াতদের পাতা ফাঁদে পা দিয়ে ATM থেকে টাকা তুলতে গিয়ে হাজার হাজার টাকা খোয়াতে হচ্ছে সাধারণ মানুষকে।

  • 2/8

এই ATM জালিয়াতির ঘটনা থেকে নিজেদের গ্রাহকদের বাঁচাতে OTP ভেরিফিকেশনের ব্যবস্থা করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)।

  • 3/8

ATM থেকে টাকা তোলার সময় এখন শুধু চার অঙ্কের পিন দিলেই চলবে না, দিতে হবে OTP নম্বরও! OTP সঠিক ভাবে এন্টার করলেই টাকা তুলতে পারবেন গ্রাহক।

  • 4/8

নতুন নিয়মে কোনও SBI ATM থেকে টাকা তোলার সময় ওই ব্যাঙ্কের গ্রাহককে আগের মতোই চার অঙ্কের পিন দিতে হবে। এর পর তাঁর ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটা OTP পাঠাবে ব্যাঙ্ক। ওই OTP সঠিক ভাবে এন্টার করলেই টাকা তুলতে পারবেন গ্রাহক।

  • 5/8

তবে এই OTP ভেরিফিকেশনের ব্যবস্থা শুধুমাত্র ১০ হাজার টাকা বা তার বেশি অঙ্কের অর্থ ATM থেকে তোলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাছাড়া, SBI ATM-এ অন্য কোনও ব্যাঙ্কের ডেবিট কার্ড থেকে টাকা তোলার ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে না।

  • 6/8

বর্তমানে স্টেট ব্যাঙ্কের (SBI) গ্রাহকরা আগের মতোই শুধুমাত্র চার অঙ্কের পিন দিয়ে ATM থেকে সর্বাধিক ৯,৯০০ টাকা তুলতে পারবেন।

  • 7/8

তবে অন্য কোনও ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে হলে স্টেট ব্যাঙ্কের (SBI) গ্রাহকদের এনএফএস ব্যবস্থার মাধ্যমে টাকা তুলতে হবে।

  • 8/8

এছাড়া স্টেট ব্যাঙ্কের (SBI) মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ YONO ব্যবহার করেও OTP ভেরিফিকেশন সেরে ATM থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

Advertisement
Advertisement