Advertisement

ইউটিলিটি

Pension Scheme: এই সরকারি পেনশন স্কিমে গ্যারেন্টেড রিটার্ন স্বামী-স্ত্রীর, নেই ঝুঁকি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2022,
  • Updated 11:06 AM IST
  • 1/6

সঞ্চয়ের ঐতিহ্য ভারতে বহুদিনের। বেলাগাম খরচ দেখলে এদেশে এখনও সতর্ক করেন বড়রা। প্রতি মাসে অল্প অল্প সঞ্চয় কাজে লাগে অবসরের পর। অবসরের জন্য সঞ্চয় শুরু না করলে শীঘ্রই সিদ্ধান্ত নিন। রিটায়ারমেন্ট স্কিম হিসেবে অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana) বিনিয়োগ করতে পারেন। এই যোজনায় অবসরের পর ১০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন স্বামী-স্ত্রী। 
 

  • 2/6

কে বিনিয়োগ করতে পারেন? ভারতের যে কোনও নাগরিক বিনিয়োগে সক্ষম। খালি বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। পেনশন পাওয়ার জন্য ন্যূনতম ২০ বছর বিনিয়োগ করতে হবে।

  • 3/6

কত প্রিমিয়াম? বিনিয়োগকারীর বয়সের উপর নির্ভর করে কতটা প্রিমিয়াম হবে। বয়স ১৮। ৬০ বছর পরে প্রতি মাসে ১০০০ টাকা পেতে প্রতি মাসে ৪২ টাকা সঞ্চয় করতে হবে এই পেনশন প্রকল্পে। ৫০০০ টাকা পেনশন চাইলে ১৮ বয়স হলে প্রতি মাসে ২১০ টাকা জমা দিতে হবে। 

  • 4/6

বিনিয়োগকারীর মৃত্যু হলে কী হবে? বিনিয়োগকারীর মৃত্যু হলে স্বামী বা স্ত্রী পেনশন পান। আর দু'জনেরই মৃত্যু হলে উত্তরাধিকারী পুরো টাকা ফেরত পেয়ে যান।  

  • 5/6

অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া- অটল পেনশন যোজনায় অ্যাকাউন্ট খোলা খুব সোজা। এজন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকা দরকার। আধার কার্ড আর মোবাইল নম্বরও চাই। মাসিক, ত্রৈমাসিক ও ৬ মাসের ব্যবধানে প্রিমিয়াম জমা দিতে পারেন। সেই সঙ্গে প্রতি মাসে আপনাআপনি টাকা কাটার সুবিধাও রয়েছে।

  • 6/6

অটল পেনশন যোজনায় বিনিয়োগ করলে কর ছাড়া পাওয়া যায়। এই প্রকল্পে বিনিয়োগ করে আয়কর আইনে ৮০সি ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা মেলে।  

Advertisement
Advertisement