Advertisement

ইউটিলিটি

Baal Aadhaar: সদ্যোজাত শিশুর জন্যে বানানো যাবে Aadhaar Card! জানুন আবেদনের পদ্ধতি

সুদীপ দে
  • 04 Mar 2021,
  • Updated 7:26 PM IST
  • 1/8

যে কোনও কাজের ক্ষেত্রেই Aadhaar Card অত্যন্ত জরুরি একটি নথি। স্কুল বা কলেজে ভর্তি হওয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সর্বত্রই Aadhaar Card-এর প্রয়োজন হয়। এ ছাড়াও সরকারি বিভিন্ন সুবিধা পেতে হলেও এই নথির প্রয়োজন হয়।

  • 2/8

সম্প্রতি UIDAI একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে বলা হয়েছে, সদ্যোজাত শিশুর জন্যেও Aadhaar Card করিয়ে রাখতে পারেন তার অভিভাবকেরা। এত দিন প্রযন্ত UIDAI ৫ বছর এবং তার বেশি বয়সের শিশুদের জন্যই Aadhaar Card বানানোর অনুমতি দিত।

  • 3/8

পাঁচ বছর বা তার বেশি বয়সের শিশুদের জন্য তৈরি এই Aadhaar Card-কে 'Bal Aadhaar Card' বলা হয়। UIDAI-এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে ১ দিনের শিশুর জন্যেও করা যাবে এই ' Baal Aadhaar Card'।

  • 4/8

এক দিন বয়সী শিশুদের Aadhaar Card বানাতে কী কী নথি-পত্র প্রয়োজন? Aadhaar Card বানাতে ওই শিশুর বার্থ সার্টিফিকেটের প্রয়োজন। তাই হাসপাতাল থেকে অতি অবশ্যই শিশুর বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তার পরই Aadhaar Card-এর জন্য আবেদন করতে পারবেন অভিভাবকেরা। এর পাশাপাশি শিশুর মা-বাবারও Aadhaar Card দেখাতে হবে। তবে সদ্যোজাত শিশুর Aadhaar Card তৈরির সময় বায়োমেট্রিক ডেটা নেওয়া যায় না।

  • 5/8

এক দিনের শিশুর Aadhaar Card বানাতে প্রথমেই UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে (https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html) যেতে হবে। সেখানে গিয়ে Aadhaar Registration লিঙ্কে ক্লিক করতে হবে।

  • 6/8

আবেদনের ফর্মে শিশুর নাম দিয়ে দিতে হবে। এ বার অভিভাবকের নাম এবং ইমেল আইডি দিতে হবে। নাম, ইমেল আইডি ইত্যাদি জরুরি তথ্য দেওয়া হয়ে গেলে আপনার নিকটবর্তী আধার সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

  • 7/8

অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেলে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে জরুরি সমস্ত নথি-পত্র জমা করে দিন। অর্থাৎ, শিশুর বার্থ সার্টিফিকেট, অভিভাবকের Aadhaar Card এবং অতি অবশ্যই শিশুর আধার রেজিস্ট্রেশন নম্বর।

  • 8/8

সমস্ত নথি-পত্র একবার ভেরিফাই করা হয়ে গেলেই আপনার শিশুর Aadhaar Card তৈরির করার সমস্ত কাজ শেষ। কয়েক দিনের মধ্যেই পেয়ে যাবেন সদ্যোজাত শিশুর Baal Aadhaar Card।

Advertisement
Advertisement