বায়ুদূষণ রুখতে নয়া পদক্ষেপ মোদী সরকারের। বায়ুদূষণ রুখতে Vehicle Scrapping Policy আনতে চলেছে কেন্দ্র। সোমবারের বাজেট ভাষণে এ কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।
নতুন এই কেন্দ্রীয় নীতির মাধ্যমে পরিবেশ-বান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বায়ুদূষণের অংশীদার পুরনো গাড়িগুলিকে বাতিল করা হবে।
এই Vehicle Scrapping Policy-র মাধ্যমে যে সমস্ত পুরনো গাড়ি যাতায়াত ও দূষণবিধি রক্ষার ক্ষেত্রে অনুপযোগী, সেগুলিকে বাতিল করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এ বিষয়ে শীঘ্রই বিশদে তথ্য পেশ করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, “নতুন এই Vehicle Scrapping Policy গাড়ি নির্মাণ শিল্পকে বৃদ্ধির পথ দেখাতে চলেছে।” তিনি জানান, দেশের বিভিন্ন বিভাগে প্রায় ১ কোটি গাড়ি পুরানো এবং দূষণবিধি অনুযায়ী অনুপযোগী।
ইতিমধ্যেই স্ক্রুটিনি প্রক্রিয়ার জন্য সরকারের কাছে ‘স্ক্র্যাপেজ পলিসি’ পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানান, এই নীতি প্রয়োগের ফলে দূষণ কমবে, রাস্তায় যানবাহনগুলির নিরাপত্তা বাড়বে।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানান, এই Vehicle Scrapping Policy প্রয়োগের ফলে নতুন গাড়ি উৎপাদনের সুযোগ বাড়বে, এখইসঙ্গে বাড়বে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। এর পাশাপাশি কমবে গাড়ির যন্ত্রাংশের মূল্য। ফলে একাধিক ক্ষেত্রেই লাভজনক হবে এই Vehicle Scrapping Policy।