Advertisement

ইউটিলিটি

ফের ঊর্ধ্বমুখী Sensex! বাজেটের পর থেকেই চাঙ্গা শেয়ার বাজার

সুদীপ দে
  • 02 Feb 2021,
  • Updated 11:39 AM IST
  • 1/6

সোমবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)  এ বছরের সাধারণ বাজেট  (Budget 2021) পেশ করেন৷ এই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একাধিক বড় ঘোষণায় শেয়ার বাজারের সূচক ফের ঊর্ধ্বমুখী!

  • 2/6

মঙ্গলবার শেয়ার বাজার খোলার পর থেকেই এক হাজারেরও বেশি পয়েন্ট উঠে ৫০ হাজারের গণ্ডি পেরোয় (৫০১৩২.৭৭ পয়েন্ট) বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Sensex সূচক।

  • 3/6

একই সঙ্গে পাল্লা দিয়ে উর্ধ্বমুখী বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Nifty সূচকও। Nifty ৩১৬ পয়েন্ট উঠে ১৪,৫৯৭-তে পৌঁছেছে।

  • 4/6

বাজেটের দিন Sensex বন্ধ হয়েছিল ৪৮,৬০০.৬১ পয়েন্টে৷ Nifty ৬৪৬.৬০ পয়েন্ট (৪.৭৪ শতাংশ) বৃদ্ধি পেয়ে ১৪,২৮১.২০-তে বন্ধ হয়৷ গতকাল বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সমস্ত সেক্টরেই কেনাবেচা খুব ভাল হয়৷

  • 5/6

১৯৯৯ সালে Sensex বেড়েছিল ৫.১৩ শতাংশ৷ তারপর বাজেট পেশের পর শেয়ার বাজারে এত বড় উত্থান এই প্রথমবার! এর আগে Sensex-এর পয়েন্টে এর চেয়ে বেশি উন্নতি হয়েছিল ১৯৯৯ সালে৷

  • 6/6

মঙ্গলবারর বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই (প্রি-ওপেন সেশনে) ৫০ হাজারের গণ্ডি পার করে যায় Sensex। বাজেটের পর লগ্নির ক্ষেত্রে উৎসাহ বেড়েছে। বিশেষত, বিদেশি আর্থিক সংস্থাগুলির লগ্নি বাড়তে শুরু করেছে। যার প্রভাব পড়ছে শেয়ার বাজারে।

Advertisement
Advertisement