পেশা হিসাবে নার্সিং-এর প্রচুর চাহিদা। এই নার্সিং-এর পেশায় দক্ষ হতে চাইলে উচ্চ মাধ্যমিকের পর প্রথাগত শিক্ষায় না গিয়ে নার্সিং নিয়েই আলাদা ভাবে পড়া যায়। সাধারণত তিন থেকে চার বছরের হয় এই নার্সিং-এর কোর্স। নার্সিং-এ ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রিও পাওয়া যায়। কেউ চাইলে এক বছরের সার্টিফিকেট কোর্স বা দু’ বছরের ডিপ্লোমা কোর্সও করতে পারেন। নার্সিং পড়ার খরচ মোটামুটি ২৫,০০০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক, পশ্চিমবঙ্গের ১৬টি নার্সিং শিক্ষার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের খুঁটিনাটি...
গভর্নমেন্ট কলেজ অব নার্সিং: এনআরএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, আইডি ও বিজি হসপিটাল ক্যাম্পাস, মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, মা সারদা কলেজ অব নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, চার্নক হেলথকেয়ার ইন্সটিটিউট কলেজ অব প্যারামেডিক্স। এই সরকারি প্রতিষ্ঠানগুলিতে নার্সিং শিখতে ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। কমন এন্ট্রান্স টেস্ট দিয়ে ভর্তি হতে হয়। সবিস্তারে জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে https://wbuhs.ac.in/
আইএএস অ্যাকাডেমি (যোধপুর পার্ক, কলকাতা): সাড়ে তিন বছরের জিএনএম (ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান/আর্টস (বায়োলজি/অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফারি) নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। নার্সিং-এ চার বছরের BSc। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণি পাশ। সবিস্তারে জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে http://www.iasindia.net
স্কুল অব নার্সিং অ্যান্ড মেডিক্যাল টেকনোলজি (যোধপুর পার্ক, কলকাতা): নার্সিং-এ চার বছরের BSc। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। সবিস্তারে জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে http://www.nursingandmedicalcollege.com/
সিস্টার ফ্লোরেন্স কলেজ অব নার্সিং (সখের বাজার, পূর্ব বড়িশা): নার্সিং-এ চার বছরের BSc। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। সবিস্তারে জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে http://www.sfcollegeofnursing.org
নেওটিয়া অ্যাকাডেমি অব নার্সিং (চকগড়িয়া): তিন বছরের জিএনএম (ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ৪৫ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণি পাশ। নার্সিং-এ চার বছরের BSc। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। সবিস্তারে জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে http://www.neotiaacademy.com
ক্যালকাটা ইনস্টিটিউট অব নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সেস (গোলাঘাটা রোড, দক্ষিণদাঁড়ি): নার্সিং-এ চার বছরের BSc। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে তিন বছরের ডিপ্লোমা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: যে কোনও বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। সবিস্তারে জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে http://www.cinps.in
কাঞ্চনজঙ্ঘা ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (চম্পাসারি, শিলিগুড়ি): তিন বছরের জিএনএম নার্সিং ও চার বছরের BSc নার্সিং। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: প্রথম ক্ষেত্রে যে কোনও বিষয় নিয়ে এবং দ্বিতীয় ক্ষেত্রে বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। সবিস্তারে জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে http://www.kimt.org.in/
আদান প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং কলেজ (চম্পাসারি, শিলিগুড়ি): নার্সিং-এ তিন বছরের BSc। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। সবিস্তারে জানতে ওয়েবসাইট দেখুন http://www.adanparamedical.com/
চার্নক হেলথকেয়ার ইনস্টিটিউট (রাজারহাট নিউটাউন): জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে তিন বছরের ডিপ্লোমা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: যে কোনও বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। নার্সিং-এ চার বছরের BSc। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। সবিস্তারে জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে http://www.charnockinstitute.in/
বেহালা ইনস্টিটিউট অব অ্যালায়েড হেলথ্ সায়েন্সেস (বেহালা চৌরাস্তা): কোর্স-পেশেন্ট কেয়ার (ডিপিসি নার্সিং) এক বছরের সার্টিফিকেট ও দু’ বছরের ডিপ্লোমা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ, দ্বাদশ শ্রেণি পাশ হলে অগ্রাধিকার। সবিস্তারে জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে www.biahs.in
দুর্গাপুর ইনস্টিটিউট অব নার্সিং অ্যান্ড প্যারা মেডিক্যাল সায়েন্স: তিন বছরের জিএনএম (ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণি পাশ। সবিস্তারে জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটে http://www.cinps.in/dinps/