রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে গত বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন রাজ্যের লোকাল ট্রেন পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বন্ধ রাখা হচ্ছে জিম, স্পা, শপিং মল, বার।
সরকারি নির্দেশে এ রাজ্যে বর্তমানে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা থাকছে সোনার দোকান, শো রুমগুলি। এ দিকে একে অক্ষয় তৃতীয়া, তার উপর বিয়ের মরসুমে বাংলায় সংক্রমণের আশঙ্কা সঙ্গে নিয়েই জোর কদমে চলছে কেনাকাটা।
এর মধ্যেই আজ বেশ খানিকটা কমেছে সোনার দাম। ফলে সোনা-গয়নার কেনাকাটায় একাধিক আকর্ষণীয় অফারের পাশাপাশি এই দাম কমাটাও ক্রেতাদের জন্য একটা বাড়তি পাওনা। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দাম...
২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৬০০ টাকা, আজ যা কমে হয়েছে ৪,৫৮০ টাকা।
২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার, আজ যা কমে হয়েছে ৪৫ হাজার ৮০০ টাকা।
২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৯৭৫ টাকা, আজ যা কমে হয়েছে ৪,৯৫৬ টাকা।
২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ৭৫০ টাকা, আজ যা কমে হয়েছে ৪৯ হাজার ৫৬০ টাকা।
সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস-এ অক্ষয় তৃতীয়া আর ইদ উপলক্ষে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার উপর ২০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। হিরের গয়না তৈরির মজুরিতে মিলছে ১০০ শতাংশ ছাড়! এছাড়া সংস্থার ওয়েবসাইট www.sencogoldanddiamonds.com এ গিয়ে গয়না এবং সোনার কয়েন, সোনার বারও কিনতে পারেন ক্রেতারা।
সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস-এর সিইও শুভঙ্কর সেন জানান, ক্রেতা এবং কর্মীবৃন্দের সুরক্ষার স্বার্থে শোরুমগুলি সীমিত সময়ের জন্য খোলা থাকছে। নানা রকম ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে সোনা-গয়নার কেনাকাটা সচল ও স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে।
ভিডিও কলিং, হোয়াটস্যাপ-এর মাধ্যমে সোনা-গয়নার অর্ডার বুকিং-সহ প্রয়োজনে ক্রেতার অর্ডার হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থাও রেখেছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। এ ছাড়াও সংস্থার ই-কমার্স ওয়েবসাইটে অর্ডার নেওয়া হচ্ছে। অনলাইন কেনাকাটায় রয়েছে বিশেষ ছাড়ের সুযোগ!