Advertisement

ইউটিলিটি

Chicken Price Hike: নতুন বছরে ফের ঊর্ধ্বমুখী মুরগির মাংসের দর; আজ আপনার জেলায় চিকেনের দাম কত?

Aajtak Bangla
  • 02 Jan 2023,
  • Updated 10:00 AM IST
  • 1/9

Chicken Price Hike: ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই মুরগির মাংসের চাহিদা আর বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। তবে বড়দিনের পর থেকে পর পর ২-৩ দিনে কেজিতে বেশ কিছুটা সস্তা হয়েছিল চিকেন।

  • 2/9

ডিসেম্বরের শেষ ক’টা দিনে রাজ্যের প্রায় সব জেলাতেই কেজিতে প্রায় ২৫-৩০ টাকা সস্তা হয়েছিল মুরগির মাংস। তবে ৩০ ডিসেম্বর থেকে ফের বিক্রির সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে চিকেনের দর। 

  • 3/9

গত দু’-তিন দিনে মুরগির মাংসের দাম কেজিতে প্রায় ২০-২৫ টাকা বেড়ে গিয়েছে। কলকাতায় চিকেনের দর ফের ২০০ টাকার গণ্ডি পেরিয়েছে। চলুন জেনে নেওয়া যাক সোমবার (০২ জানুয়ারি, ২০২৩) কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম...

  • 4/9

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১২১-১২৯ টাকা, চিকেন (কাটা) ১৯৫-২০০ টাকা কিলো। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১১২-১১৯ টাকা, চিকেন (কাটা) ১৯০-১৯৫ টাকা কিলো। 

  • 5/9

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১১০-১১৭ টাকা আর কাটা ১৮৫-১৯০ টাকা কিলো। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১০৯-১১৬ টাকা আর কাটা মাংসের দাম ১৮০-১৮৫ টাকা কিলো।

  • 6/9

হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ১১০-১১৭ টাকা আর কাটা ১৮৫-১৯০ টাকা কিলো। নদিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১০৯-১১৫ টাকা আর কাটা মাংসের দাম ১৮০-১৮৫ টাকা কিলো।

  • 7/9

বীরভূমে চিকেনের দাম গোটা ১০৮-১১৪ টাকা কিলো আর কাটা ১৮০-১৮৫ টাকা কিলো। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কিলো ১০৯-১১৫ টাকা আর কাটা ১৮৫-১৯০ টাকা কিলো।

  • 8/9

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ১০৭-১১৩ টাকা কিলো আর কাটা ১৮০-১৮৫ টাকা কিলো। কোচবিহার, জলপাইগুড়িতে চিকেনের দাম (গোটা) প্রতি কিলো ১০১-১০৯ টাকা আর কাটা ১৭০-১৭৫ টাকা কিলো।

  • 9/9

শিলিগুড়িতে গোটা চিকেনের দাম কিলোতে ১০৫-১১৩ টাকা আর কাটা মাংসের দাম ১৮০-১৮৫ টাকা কিলো। দার্জিলিংয়ে চিকেন গোটা ১০৮-১১৮ টাকা কিলো আর কাটা ১৮৫-১৯০ টাকা কিলো। আলিপুরদুয়ারে মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১০৩-১০৯ টাকা আর কাটা মাংস ১৭০-১৭৫ টাকা কিলো।

Advertisement
Advertisement