ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগ করা হচ্ছে পূর্ব রেলওয়েতে (Eastern Railway)। পূর্ব রেলওয়ের আসানসোল ডিভিশনের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে।
পূর্ব রেলওয়ের আসানসোল ডিভিশনের রেলওয়ে হাসপাতালের জন্য এই নিয়োগ করা হচ্ছে। নার্সিং সুপারিনটেনডেন্ট, ল্যাব অ্যাসিসট্যান্ট আর ফার্মাসিস্ট পদে মোট ৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। চলুন এই নিয়োগের সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
নার্সিং সুপারিনটেনডেন্ট: মোট শূন্যপদের সংখ্যা ৫টি। আবেদনকারীকে সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করা থাকতে হবে। আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হওয়া চাই।
ল্যাব অ্যাসিসট্যান্ট: মোট শূন্যপদের সংখ্যা ২টি। এই পদের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করতে হবে।
ল্যাব অ্যাসিসট্যান্ট পদের জন্য উচ্চমাধ্যমিকের পাশাপাশি মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমার কোর্স করা থাকতে হবে। আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে হওয়া চাই।
ফার্মাসিস্ট: মোট শূন্যপদের সংখ্যা ২টি। এই পদের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করতে হবে। পাশাপাশি ফার্মেসিতে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া চাই।
বেতন: নার্সিং সুপারিনটেনডেন্ট পদের ন্যূনতম মাসিক বেতন ৪৪,৯০০ টাকা, ল্যাব অ্যাসিসট্যান্ট পদের বেতন ২১,৭০০ টাকা প্রতি মাসে এবং ফার্মাসিস্ট পদের মাসিক বেতন ২৯,২০০ টাকা।
উল্লেখিত পদগুলির জন্য ইন্টারভিউ নেওয়া হবে আগামী ৩ মে। ওই দিন সকাল ১১টা নাগাদ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীদের বয়সের প্রমানপত্র, আধার কার্ড, প্যান কার্ড, ৮ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।
উল্লেখিত পদগুলির জন্য ইন্টারভিউ এর স্থান: CMS/Divisional Railway Hospital, Eastern Railway, Asansol 713301। ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়ের পূর্বেই এই ঠিকানায় পৌঁছে যেতে হবে।