Advertisement

ইউটিলিটি

Education Loan: উচ্চশিক্ষার জন্য কোন ব্যাঙ্ক সবচেয়ে কম সুদে ঋণ দিচ্ছে? জেনে নিন

Aajtak Bangla
  • 30 Sep 2021,
  • Updated 6:23 PM IST
  • 1/9

সন্তানের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় খরচ জোগাতে অনেকরই ঋণ নেওয়ার প্রয়োজন হয়। উচ্চশিক্ষার খরচ বহনের জন্য নেওয়া Education Loan সরকারি, বেসরকারি উভয় ব্যাঙ্ক থেকেই নেওয়া যায়।

  • 2/9

ঋণগ্রহীতা মোট যত টাকা ঋণ নিচ্ছেন, তা সুদ সহ ব্যাঙ্ককে মিটিয়ে দিতে হয় নির্দিষ্ট মাসিক কিস্তিতে। ইএমআই-এর মোট অঙ্কের মধ্যে ঋণের আসল ও সুদ উভয়ই ধরা থাকে। কত টাকা লোন নেবেন বা কত সময়ের মধ্যে সেটি ব্যাঙ্ককে পরিশোধ করবেন, তার উপর ইএমআই-এর অঙ্ক নির্ভর করে। 

  • 3/9

শিক্ষা ঋণের (Education Loan) সীমা অবশ্য প্রতি ব্যাঙ্কের ক্ষেত্রে পৃথক। Education Loan-এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধেটি হল, উচ্চশিক্ষার নির্দিষ্ট কোর্স শেষ হওয়ার পর থেকে ঋণের ইএমআই দেওয়া শুরু হয়। কতদিন পর থেকে ঋণের ইএমআই দেওয়া শুরু করতে হবে কিংবা কতদিন ধরে এই ঋণের ইএমআই দিতে হবে, তার সময়সীমা ব্যাঙ্কই ঠিক করে।

  • 4/9

নতুন শিক্ষাবর্ষের জন্য অনেকেই তাঁদের সন্তানের উচ্চশিক্ষার জন্য Education Loan নেওয়ার কথা ভাবছেন। বর্তমানে সবচেয়ে সস্তায় উচ্চশিক্ষার জন্য ঋণ দিচ্ছে এমন ১০টি ব্যাঙ্কের তালিকা এই প্রতিবেদনে তুলে ধরা হল। Education Loan নেওয়ার আগে এই তালিকায় চোখ বুলিয়ে নিতে পারেন...

  • 5/9

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank): বার্ষিক সুদের হার ৭.৩০ শতাংশ থেকে ৯.৮০ শতাংশ, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের ১ শতাংশ।

ক্যানারা ব্যাঙ্ক (Canara Bank): বার্ষিক সুদের হার ৭.৮৫ শতাংশ থেকে ৯.৮৫ শতাংশ, প্রসেসিং ফি নেই।

  • 6/9

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India): বার্ষিক সুদের হার ৭.৩০ শতাংশ থেকে ৯.৮০ শতাংশ, প্রসেসিং ফি নেই।

ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda): বার্ষিক সুদের হার ৮ শতাংশ থেকে ১০.২৫ শতাংশ, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের ১ শতাংশ।

  • 7/9

আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank): বার্ষিক সুদের হার ৭.৩০ শতাংশ থেকে ৯.৮০ শতাংশ, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের ১ শতাংশ।

ইউকো ব্যাঙ্ক (UCO Bank): বার্ষিক সুদের হার ৯.৯৫ শতাংশ থেকে ১০.৩৫ শতাংশ, প্রসেসিং ফি নেই। 

  • 8/9

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI): বার্ষিক সুদের হার ৭.৯৫ শতাংশ থেকে ১০.০৫ শতাংশ, প্রসেসিং ফি ১০ হাজার টাকা পর্যন্ত।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India): বার্ষিক সুদের হার ৮.৯৫ শতাংশ থেকে ৯.৭৫ শতাংশ, প্রসেসিং ফি ৫ হাজার টাকা পর্যন্ত।

  • 9/9

HDFC ব্যাঙ্ক: বার্ষিক সুদের হার ৯.৫৫ শতাংশ থেকে ১৩.২৫ শতাংশ, প্রসেসিং ফি ঋণের মোট অঙ্কের ১ শতাংশ।

সিন্ডিকেট ব্যাঙ্ক (Syndicate Bank): বার্ষিক সুদের হার ৮.২৫ শতাংশ থেকে ১১ শতাংশ, প্রসেসিং ফি নেই। 

Advertisement
Advertisement