Advertisement

ইউটিলিটি

EPFO Subscriber: করোনা বিপর্যয় পেরিয়ে পেনশন প্রকল্পে বেড়েছে গ্রাহক সংখ্যা!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2021,
  • Updated 1:20 PM IST
  • 1/9

বিগত এক বছরেরও বেশি সময় ধরে চলা করোনা অতিমারীর জেরে বিপর্যস্ত বিশ্বের শতাধিক দেশের অর্থনীতি। করোনা বিপর্যয়ের প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতেও।

  • 2/9

করোনা অতিমারী এবং এর জন্য দেশজুড়ে চলা দীর্ঘমেয়াদী লকডাউনের জেরে দেশের আম জনতার সঞ্চয় একেবারে তলানিতে এসে ঠেকেছে। কিন্তু এই পরিস্থিতিতেও পেনশন ফান্ডে লগ্নিকারীর সংখ্যা বেড়েছে।

  • 3/9

এই তথ্য উঠে এসেছে Pension Regulatory Development Authority of India (PFRDA) প্রকাশিত ২০১৯-২০২০ অর্থবর্ষের পেনশন ফান্ডে লগ্নিকারীর সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যানে।

  • 4/9

চলতি বছরের মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবর্ষের পেনশন ফান্ডে লগ্নিকারীর সংখ্যা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য পেশ করেছে PFRDA।

  • 5/9

Pension Regulatory Development Authority of India (PFRDA) প্রকাশিত ২০১৯-২০২০ অর্থবর্ষের তথ্য অনুযায়ী, National Pension System এবং Atal Pension Yojana প্রকল্পে মোট সদস্যের সংখ্যা ৪.২৪ কোটি ছাড়িয়ে গিয়েছে।

  • 6/9

PFRDA প্রকাশিত ২০১৯-২০২০ অর্থবর্ষের তথ্য অনুযায়ী, National Pension System প্রকল্পের গ্রাহক সংখ্যা ২৩ শতাংশ বেড়েছে, Atal Pension Yojana প্রকল্পে প্রায় ৩৩ শতাংশ গ্রাহক বেড়েছে।

  • 7/9

PFRDA প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত Atal Pension Yojana প্রকল্পের গ্রাহক সংখ্যা ২.৮ কোটি ছাড়িয়েছে। পাশাপাশি National Pension System প্রকল্পের গ্রাহক সংখ্যা প্রায় ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

  • 8/9

দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের পরিবারের কথা মাথায় রেখে Atal Pension Yojana প্রকল্প শুরু করা হয়েছিল। PFRDA প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবর্ষে Atal Pension Yojana প্রকল্পে গ্রাহক সংখ্যা ২.৮ কোটি ছাড়িয়েছে।

  • 9/9

PFRDA প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবর্ষে National Pension System প্রকল্পে গচ্ছিত আমানতের পরিমাণ প্রায় ৩৮ শতাংশ বেড়ে ৫.৭৮ লক্ষ কোটি টাকা হয়েছে।

Advertisement
Advertisement