বিগত এক বছরেরও বেশি সময় ধরে চলা করোনা অতিমারীর জেরে বিপর্যস্ত বিশ্বের শতাধিক দেশের অর্থনীতি। করোনা বিপর্যয়ের প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতেও।
করোনা অতিমারী এবং এর জন্য দেশজুড়ে চলা দীর্ঘমেয়াদী লকডাউনের জেরে দেশের আম জনতার সঞ্চয় একেবারে তলানিতে এসে ঠেকেছে। কিন্তু এই পরিস্থিতিতেও পেনশন ফান্ডে লগ্নিকারীর সংখ্যা বেড়েছে।
এই তথ্য উঠে এসেছে Pension Regulatory Development Authority of India (PFRDA) প্রকাশিত ২০১৯-২০২০ অর্থবর্ষের পেনশন ফান্ডে লগ্নিকারীর সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যানে।
চলতি বছরের মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবর্ষের পেনশন ফান্ডে লগ্নিকারীর সংখ্যা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য পেশ করেছে PFRDA।
Pension Regulatory Development Authority of India (PFRDA) প্রকাশিত ২০১৯-২০২০ অর্থবর্ষের তথ্য অনুযায়ী, National Pension System এবং Atal Pension Yojana প্রকল্পে মোট সদস্যের সংখ্যা ৪.২৪ কোটি ছাড়িয়ে গিয়েছে।
PFRDA প্রকাশিত ২০১৯-২০২০ অর্থবর্ষের তথ্য অনুযায়ী, National Pension System প্রকল্পের গ্রাহক সংখ্যা ২৩ শতাংশ বেড়েছে, Atal Pension Yojana প্রকল্পে প্রায় ৩৩ শতাংশ গ্রাহক বেড়েছে।
PFRDA প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত Atal Pension Yojana প্রকল্পের গ্রাহক সংখ্যা ২.৮ কোটি ছাড়িয়েছে। পাশাপাশি National Pension System প্রকল্পের গ্রাহক সংখ্যা প্রায় ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের পরিবারের কথা মাথায় রেখে Atal Pension Yojana প্রকল্প শুরু করা হয়েছিল। PFRDA প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবর্ষে Atal Pension Yojana প্রকল্পে গ্রাহক সংখ্যা ২.৮ কোটি ছাড়িয়েছে।
PFRDA প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবর্ষে National Pension System প্রকল্পে গচ্ছিত আমানতের পরিমাণ প্রায় ৩৮ শতাংশ বেড়ে ৫.৭৮ লক্ষ কোটি টাকা হয়েছে।