Advertisement

ইউটিলিটি

EPFO: চাকরি বদলের পরও সমস্যা হবে না PF অ্যাকাউন্ট নিয়ে, করুন এই কাজ

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2025,
  • Updated 3:59 PM IST
  • 1/9

কর্মজীবনে চাকরি পরিবর্তন এখন খুব সাধারণ ব্যাপার। কিন্তু সেই সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পুরনো পিএফ। PF অ্যাকাউন্টকে নতুন নিয়োগকর্তার আওতায় স্থানান্তর করা।

  • 2/9

অনেকেই এই কাজটি এড়িয়ে যান বা পরে করার জন্য ফেলে রাখেন। কিন্তু আপনি কি জানেন, এমনটা করলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে?

  • 3/9

EPFO-এর নিয়ম অনুযায়ী, যদি কোনও কর্মচারী ৩৬ মাস অর্থাৎ ৩ বছর ধরে তাঁর PF অ্যাকাউন্টে কোনও অবদান না করেন, এবং কোনও সংস্থার সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে সেই অ্যাকাউন্টটি "নিষ্ক্রিয় (Inoperative) হিসাবে চিহ্নিত করা হয়।

  • 4/9

নিষ্ক্রিয় অ্যাকাউন্টে EPFO আর সুদ দেয় না। ফলে আপনার টাকা যেমন আছে, তেমনই থেকে যায়-তাতে চক্রবৃদ্ধি হারে সুদও মেলে না।

  • 5/9

চাকরি বদলের সময় EPF অ্যাকাউন্ট নিজে থেকে ট্রান্সফার হয় না। কর্মচারীকেই UAN (Universal Account Number) ব্যবহার করে EPFO-র ওয়েবসাইটে গিয়ে অনলাইন পদ্ধতিতে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয়।

  • 6/9

যেহেতু UAN একটাই থাকে, তাই সেই নম্বরের আওতায় একাধিক কোম্পানির PF অ্যাকাউন্ট একত্রিত করা সম্ভব।

  • 7/9

সুদের হিসেব বন্ধ হয়ে যায় ৩ বছর পর। আধার, ব্যাঙ্ক ও প্যান নম্বর আপডেট না থাকলে টাকা তোলা বা পরিষেবা পাওয়া কঠিন হয়।

  • 8/9

পুরনো অ্যাকাউন্টে অবদান না থাকায় ভবিষ্যতে পেনশন বা সুবিধা পাওয়ার ক্ষেত্রে জটিলতা হতে পারে।

  • 9/9

চক্রবৃদ্ধি সুদের সুবিধা বজায় থাকে। টাকা তোলার সময় ঝামেলা কম হয়। সকল চাকরির PF হিসেব একত্রে রাখা যায়। ইনকাম ট্যাক্স রিটার্ন ও ভেরিফিকেশন সহজ হয়।

Advertisement
Advertisement