বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়। এই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে এই তালিকায়।
অক্টোবরে শুরু হচ্ছে উৎসবের মরসুম! এ মাসে দুর্গাপুজো থেকে শুরু করে নবরাত্রি, দশেরা, ইদ— সব কিছুই রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, অক্টোবর মাসে দেশের বিভিন্ন প্রান্তের নানা পার্বন মিলিয়ে মোট ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
ব্যাঙ্কের ছুটির দিনগুলি আগে থেকে জানা থাকলে ব্যাঙ্কের জরুরি কাজ সেরে নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা সেরে নেওয়া যায়। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, চলুন জেনে নেওয়া যাক, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...
অক্টোবরে মোট ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও সব রাজ্যের ক্ষেত্রে এই ২১ দিনের ছুটি নাও থাকতে পারে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) এ মাসের ছুটির তালিকা অনুযায়ী, অক্টোবরে ব্যাঙ্কের ঘোষিত ছুটি (Bank Holidays) রয়েছে ১৪টি।
অক্টোবর ১: ব্যাঙ্কের হাফ ইয়ার্লি ক্লোজিং (সিকিম), অক্টোবর ২: মহাত্মা গাঁন্ধী জয়ন্তী (সব রাজ্যের জন্য), অক্টোবর ৬: মহালয়া অমাবষ্যা (ত্রিপুরা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ), অক্টোবর ৭: মোরা চৌরেলা হাওবা-এর জন্য ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
অক্টোবর ১২: দুর্গাপুজো মহাসপ্তমী (ত্রিপুরা, পশ্চিমবঙ্গ), অক্টোবর ১৩: দুর্গাপুজো মহাঅষ্টমী (ত্রিপুরা, ওড়িশা, সিকিম, অসম, মণিপুর, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড), অক্টোবর ১৪: দুর্গাপুজো মহানবমী/ দশেরা/ অযুথা পুজা (ত্রিপুরা, কর্ণাটক, তামিলনাড়ু, সিকিম, অসম, মহারাষ্ট্র, কেরল, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, মেঘালয়, কেরল, অক্টোবর ১৫: দুর্গাপুজো বিজয়া দশমী/দশারা/দশেরা (হিমাচল প্রদেশ ও মণিপুর ছাড়া সারা দেশেই বন্ধ থাকবে)।
১৮ অক্টোবর: বিহুর জন্য অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ১৯ অক্টোবর: ইদ-ই-মিলাদ/ ইদ-এ-শরীফ/ মিলাদ-এ-শরীফ/ বারাবফাত-উপলক্ষে গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানা, পশ্চিমবঙ্গ ও হিমাচল প্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম৷
অক্টোবর ২০: মহর্ষি বল্মিকির জন্মদিন/ লক্ষ্মীপুজো /ইদ-এ-মিলাদ উপলক্ষে ত্রিপুরা, কর্ণাটক, পঞ্জাব ও হরিয়ানা, পশ্চিমবঙ্গ ও হিমাচল প্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ অক্টোবর ২২: শুক্রবার ও ইদ-ই-মিলাদুল-নবি (জম্মু, শ্রীনগর), অক্টোবর ২৬: অধিগ্রহণ দিন (জম্মু, শ্রীনগর) বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম৷
জানা গিয়েছে, ব্যাঙ্কের টানা ছুটিতেও স্বাভাবিক ভাবেই মিলবে ATM পরিষেবা বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। এখন অধিকাংশ মানুষই নেট ব্যাঙ্কিং বা ATM পরিষেবার উপর নির্ভরশীল। বর্তমানে অধিকাংশ মানুষেরই ব্যাঙ্কের শাখায় যাওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না। ব্যাঙ্কের ছুটির দিনগুলিতেও নেট ব্যাঙ্কিং বা ATM পরিষেবা চালু থাকায় কোনও সমস্যাই হবে না।
এছাড়া, ৯ অক্টোবর, ২৩ অক্টোবর, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকছে ব্যাঙ্ক৷ ৩ অক্টোবর, ১০ অক্টোবর, ১৭ অক্টোবর, ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে৷