Advertisement

ইউটিলিটি

Bank Holidays in September: সেপ্টেম্বরে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন তারিখগুলি

Aajtak Bangla
  • 31 Aug 2021,
  • Updated 8:54 AM IST
  • 1/7

এই মাসে মোট ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, সেপ্টেম্বরে মাসে দেশের বিভিন্ন প্রান্তে নানা পার্বন মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

  • 2/7

বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়। এই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে এই তালিকায়।

  • 3/7

ব্যাঙ্কের ছুটির দিনগুলি আগে থেকে জানা থাকলে ব্যাঙ্কের জরুরি কাজ সেরে নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা সেরে নেওয়া যায়। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, চলুন জেনে নেওয়া যাক, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

  • 4/7

৫ সেপ্টেম্বর: রবিবার, ৮ সেপ্টেম্বর: শ্রীমন্ত শঙ্করদেব তিথি (গুয়াহাটি), ৯ সেপ্টেম্বর: তিজ (গ্যাংটক), ১০ সেপ্টেম্বর: গনেশ চতুর্থী (ভুবনেশ্বর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, আমেদাবাদ, নাগপুর, পানাজি), ১১ সেপ্টেম্বর: শনিবার, ১২ সেপ্টেম্বর: রবিবার বলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • 5/7

এছাড়াও ১৭ সেপ্টেম্বর: রাঁচিতে কর্মা পুজো উপলক্ষে (ওই দিন বিশ্বকর্মা পুজো রয়েছে), ১৯ সেপ্টেম্বর: রবিবার, ২০ সেপ্টেম্বর: ইন্দ্রযাত্রা (গ্যাংটক), ২১ সেপ্টেম্বর: শ্রী নারায়ণ গুরু সমাধি (কোচি এবং তিরুবন্তপুরম), ২৫ ও ২৬ সেপ্টেম্বর: শনি ও রবিবার বলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • 6/7

জানা গিয়েছে, ব্যাঙ্কের টানা ছুটিতেও স্বাভাবিক ভাবেই মিলবে ATM পরিষেবা বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। এখন অধিকাংশ মানুষই নেট ব্যাঙ্কিং বা ATM পরিষেবার উপর নির্ভরশীল।

  • 7/7

বর্তমানে অধিকাংশ মানুষেরই ব্যাঙ্কের শাখায় যাওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না। ব্যাঙ্কের ছুটির দিনগুলিতেও নেট ব্যাঙ্কিং বা ATM পরিষেবা চালু থাকায় কোনও সমস্যাই হবে না।

Advertisement
Advertisement