Advertisement

ইউটিলিটি

রেশনের খাদ্যসামগ্রী পেতে E-Ration Card! কীভাবে পাবেন জেনে নিন

সুদীপ দে
  • কলকাতা,
  • 24 Mar 2021,
  • Updated 2:25 PM IST
  • 1/8

রাজ্য সরকারের Khadya Sathi Prakalpa-এর ৫ বছর পূর্ণ হয়েছে। এই খাদ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষের জন্য সরকারি ভর্তুকিযুক্ত রেশন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।

  • 2/8

এই প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৫০০০ কোটি টাকা। রাজ্যের প্রায় ১০ কোটি মানুষ এই প্রকল্পে উপকৃত হচ্ছেন। সাধারণ মানুষের সুবিধায় এখন আরও সহজ হচ্ছে রাজ্যের রেশন ব্যবস্থা। খাদ্যভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে চালু হতে চলেছে E-Ration Card।

  • 3/8

নতুন নিয়মে শুধুমাত্র Ration Card-এর রেজিস্টার্ড নম্বরটি বললেই গ্রাহককে খাদ্যসামগ্রী দিয়ে দিতে পারবেন রেশন ডিলার। অর্থাৎ, নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরটি রেশন ডিলারকে জানালে তিনি সেটি যাচাই করে দেখে খাদ্যসামগ্রী দিতে পারবেন।

  • 4/8

এ রাজ্যে ডিজিটাল Ration Card আগেই চালু করা হয়েছিল। তবে ওই কার্ড এখনও সকলে পাননি। ফলে করোনা মহামারির সময় Ration Card না থাকায় অনেকেই রেশন নিতে পারেননি। এই রকম সমস্যার সমাধানেই এ বার E-Ration Card চালু হতে চলেছে এ রাজ্যে।

  • 5/8

কী ভাবে পাবেন এই E-Ration Card? জানা গিয়েছে, খাদ্যদপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে (https://wbpds.wb.gov.in/(S(l2vcdkn24jzu2mv4vczabiwj))/CheckApplicationStatus.aspx) গিয়ে E-Ration Card-এর জন্য অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে।

  • 6/8

এই অনলাইন আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে। OTP ভেরিফিকেশনের পরই আবেদনকারী নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন।

  • 7/8

রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পরই এর সাহায্যে E-Ration Card-এর পিডিএফ পেয়ে যাবেন আবেদনকারী। E-Ration Card-এর পিডিএফ নিজের কাছে ডাউনলোড করে নিলেই কাজ শেষ।

  • 8/8

তথ্যের ক্ষেত্রে জটিলতা এবং অন্যান্য বেশ কিছু সমস্যার কারণে এখনও অনেকেই হাতে পাননি ডিজিটাল রেশন কার্ড। এ বার তাই E-Ration card চালু করার পাশাপাশি তাই বিলুপ্ত হয়ে যাচ্ছে ডিজিটাল রেশন কার্ড।

Advertisement
Advertisement